২ দশকেরও বেশি সময় ধরে টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। কিন্তু এতদিন ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে খুব একটা সাফল্য পায়নি টাইগাররা। এবার দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে এল রেকর্ড ব্যবধানে জয়।
ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নতুন নজির গড়লেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। একবিংশ শতাব্দীতে টেস্ট ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল বাংলাদেশ। লড়াই করতে পারল না আফগানিস্তান। ৫৪৬ রানে জয় পেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৮২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৯ ওভারের মধ্যে ১৪৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এরপর দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় আফগানরা। রশিদ খান, নবীন-উল-হকরা এই ম্যাচ খেলেননি। কিন্তু তারপরেও বাংলাদেশের সামনে যেভাবে অসহায় আত্মসমর্পণ করল আফগানিস্তান, তাতে অনেকেই হতবাক। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৬ এবং দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করার সুবাদে ম্যাচের সেরা শান্ত। অধিনায়ক হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বড় ব্যবধানে জয় এনে দিলেন লিটন।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। তাঁরা হয়তো ভেবেছিলেন বাংলাদেশকে দ্রুত অলআউট করে দেওয়া সম্ভব হবে। ম্যাচের শুরুটা ভালোই করে আফগানিস্তান। ম্যাচের সপ্তম বলেই বাংলাদেশের ওপেনার জাকির হাসানকে (১) আউট করে দেন নিজাত মাসুদ। কিন্তু সেখানেই শেষ। তারপর আর এই ম্যাচে কিছু করতে পারেনি আফগানিস্তান। মাহমুদুল হাসান জয়ের (৭৬) সঙ্গে জুটিতে ২১২ রান যোগ করেন শান্ত। এই জুটিই ম্যাচের গড়ে দেয়। মোমিনুল হক ১৫, মুশফিকুর রহিম ৪৭, লিটন ৯, মেহিদি হাসান মিরাজ ৪৮ রান করেন। ফলে প্রথম ইনিংসে বড় স্কোর করে বাংলাদেশ। ৭৯ রান দিয়ে ৫ উইকেট নেন নিজাত।
জবাবে প্রথম ইনিংসে অল্প রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। ৪ উইকেট নেন ইবাদত হোসেন। ২ উইকেট করে নেন শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহিদি।
প্রথম ইনিংসে মাত্র ১ রান করলেও, দ্বিতীয় ইনিংসে ৭১ রান করেন জাকির। ফের শতরান করেন শান্ত। ১২১ রান করে অপরাজিত থাকেন মোমিনুল। ৬৬ রান করে অপরাজিত থাকেন লিটন।
বিশাল টার্গেট তাড়া করে আফগানিস্তান যে জয় পাবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। আফগানদের দ্বিতীয় ইনিংস শেষ করতে বেশি সময় লাগল না বাংলাদেশের বোলারদের। ৪ উইকেট নিলেন তাসকিন আহমেদ। ৩ উইকেট নিলেন শরিফুল। ১ উইকেট করে নিলেন মেহিদি ও ইবাদত।
আরও পড়ুন-
সরকার অনুমতি দিলে তবেই ওডিআই বিশ্বকাপে দল পাঠানো যাবে, আইসিসি-কে জানাল পিসিবি
Ashes 2023: জো রুটের শতরান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিন দারুণ জায়গায় ইংল্যান্ড
WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের