Ashes 2025: বক্সিং ডে টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড, বাদ গেলেন অলি পোপ!

Published : Dec 24, 2025, 06:02 PM IST
Ashes 2025: বক্সিং ডে টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড, বাদ গেলেন অলি পোপ!

সংক্ষিপ্ত

Ashes 2025: আসন্ন বক্সিং ডে টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশে অলি পোপের পরিবর্তে তরুণ ক্রিকেটার জ্যাকব বেথেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Ashes 2025: অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইসিবি-র তরফ থেকে যে প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, মিডল অর্ডার ব্যাটার অলি পোপকে বাদ দেওয়া হয়েছে (ashes 2025)। অন্যদিকে, পেসার জোফ্রা আর্চার চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলি থেকে আগেই ছিটকে গেছেন (australia vs england ashes)। 

বক্সিং ডে টেস্টের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের

অ্যাশেজ সিরিজের প্রথম তিনটি টেস্টের ৬টি ইনিংসে পোপ মাত্র ১২৫ রান করেন। সম্ভবত খারাপ পারফরম্যান্সের কারণেই, তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। পোপের পরিবর্তে তরুণ ক্রিকেটার জ্যাকব বেথেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসন্ন বক্সিং ডে টেস্টের জন্য ইংল্যান্ড দলের প্রথম একাদশে খেলতে দেখা যাবে জ্যাকব বেথেলকে। 

প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত একটিও সেঞ্চুরি না করা বেথেল গত মরশুমে মাত্র একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। খারাপ ফর্মে থাকা সত্ত্বেও ওপেনার বেন ডাকেট অবশ্য প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন। 

ইংল্যান্ডের ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগের মাঝেই ডাকেটের একটি ভিডিও সম্প্রতি সামনে আসে। তবুও তাঁকে দলে জায়গা দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট কর্তারা। এছাড়া জোফ্রা আর্চারের পরিবর্তে ইংল্যান্ডের প্রথম একাদশে এসেছেন গাস অ্যাটকিনসন।

একনজরে প্রথম একাদশ

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি টেস্টে হেরে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের শিরোপা আগেই হাতছাড়া করেছে ইংল্যান্ড। অধিনায়ক প্যাট কামিন্স এবং স্পিনার নাথান লিয়নকে ছাড়াই বক্সিং ডে টেস্টে খেলতে নামছে অস্ট্রেলিয়া। কামিন্সের অনুপস্থিতিতে আগামী ২৬শে ডিসেম্বর থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

বক্সিং ডে টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলে, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জশ টাং

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিজয় হাজারে ট্রফি: অন্ধ্রের বিরুদ্ধে শতরান, দিল্লিকে জেতালেন বিরাট কোহলি
বিজয় হাজারে ট্রফি: মুম্বইয়ের হয়ে খেলতে নেমেই শতরান, জয়পুরের দর্শকদের মাতিয়ে দিলেন রোহিত