
Andhra vs Delhi: বুধবার বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy Elite 2025-26) তারকাদের শতরানের দিন ছিল। রোহিত শর্মার (Rohit Sharma) পাশাপাশি শতরান করলেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রায় ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফির ম্যাচে খেলতে নেমে দিল্লির হয়ে অন্ধ্রের বিরুদ্ধে খেলতে নেমে ১০১ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেললেন বিরাট। তাঁর শতরানের সুবাদে ৫০ ওভারের ম্যাচে ২৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে চার উইকেটে জয় পেল দিল্লি। ক্রিকেটের সব ফর্ম্যাটেই রান তাড়া করার সময় অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট। এবার ঘরোয়া ক্রিকেটেও তিনি সেভাবেই রান তাড়া করে দলকে জেতালেন। চাপের মুখে তিনি বরাবরই শান্ত থাকেন। বুধবার দিল্লির ইনিংসের তৃতীয় বলেই আউট হয়ে যান ওপেনার অর্পিত রানা (Arpit Rana)। এরপর ক্রিজে যান বিরাট। তিনি ১৪টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন।
এদিন বিরাট প্রথমে ওপেনার প্রিয়াংশ আর্যর (Priyansh Arya) সঙ্গে ১১৩ রান যোগ করেন। প্রিয়াংশও অসাধারণ ব্যাটিং করেন। তিনি ৪৪ বলে ৭৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি। এই তরুণ ব্যাটার আউট হয়ে যাওয়ার পর নীতীশ রানার (Nitish Rana) সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন বিরাট। তাঁদের জুটিতে যোগ হয় ১৫৯ রান। নীতীশও দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৫৫ বলে ৭৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। বিরাট, প্রিয়াংশ ও নীতীশের অসামান্য ব্যাটিংয়ের সুবাদে ৩৭.৪ ওভারেই ৩০০ রান তুলে জয় পায় দিল্লি।
এদিন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) অবশ্য বড় রান পাননি। তিনি নয় বল খেলে পাঁচ রান করেই আউট হয়ে যান। আয়ূষ বাদোনি (Ayush Badoni) এক রান করেই আউট হয়ে যান। তবে তাতে দিল্লির জয় পেতে সমস্যা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।