Asia Cup 2023: আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয়, এশিয়া কাপের সুপার ফোরের পথে বাংলাদেশ

এবারের এশিয়া কাপে গ্রুপ এ-র তুলনায় গ্রুপ বি কঠিন। এই গ্রুপের ৩ দল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের শক্তি কাছাকাছি। ফলে দুর্দান্ত লড়াই চলছে।

এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে রবিবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে দিল শাকিব আল-হাসানের দল। এই ম্যাচ জিতে সুপার ফোরের যোগ্যতা অর্জন করার সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলের উপরেই এই গ্রুপ থেকে কোন ২ দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে সেটা ঠিক হবে। ১ ম্যাচ খেলে শ্রীলঙ্কা ২ পয়েন্ট পেয়েছে। ২ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট ২। প্রথম ম্যাচেই হেরে গেল আফগানিস্তান। ফলে রশিদ খানরা এখনও পয়েন্ট পাননি। রান রেটেও শ্রীলঙ্কা ও বাংলাদেশের চেয়ে পিছিয়ে আফগানিস্তান। ফলে এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশেরই সুপার ফোরের যোগ্যতা অর্জন করার সম্ভাবনা বেশি।

রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব। তাঁর দল ৫ উইকেটে ৩৩৪ রান করে। শতরান করেন ওপেনার মেহিদি হাসান মিরাজ ও ৪ নম্বরে ব্যাটিং করতে নামা নাজমুল হোসেন শান্ত। ১১২ রান করেন মিরাজ। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মিরাজ। ১০৪ রান করেন শান্ত। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন শাকিব। তিনি ৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন। ২৮ রান করেন ওপেনার মহম্মদ নাঈম। ২৫ রান করেন মুশফিকুর রহিম। শামিম হোসেন করেন ১১ রান। ৪ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান তাওহিদ হৃদয়। আফগানিস্তানের হয়ে ১ উইকেট করে নেন মুজিব-উর-রহমান ও গুলাবদিন নায়েব।

Latest Videos

রান তাড়া করতে নেমে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জর্দান করেন ৭৫ রান। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি করেন ৫১ রান। রহমত শাহ করেন ৩৩ রান। ২৪ রান করেন রশিদ। ১৭ রান করেন নাজিবুল্লাহ জর্দান। ১৫ রান করেন গুলাবদিন। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ১ রান। মহম্মদ নবি করেন ৩ রান। করিম জানাত করেন ১ রান। ৪ রান করেন মুজিব। ১ রান করে অপরাজিত থাকেন ফজলহক ফারুকি। বাংলাদেশের হয়ে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। ৬১ রান দিয়ে ১ উইকেট নেন হাসান মাহমুদ। ৪১ রান দিয়ে ১ উইকেট নেন মিরাজ।

আরও পড়ুন-

Jasprit Bumrah: ব্যক্তিগত কারণে দেশে ফিরলেন, সোমবার নেপালের বিরুদ্ধে খেলছেন না বুমরা

Asia Cup 2023: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ কলম্বো থেকে সরতে পারে পাল্লেকেলেতে

Rishabh Pant : ভারতীয় দলের অনুশীলনে ঋষভ পন্থ, সতীর্থদের দিলেন উৎসাহ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'এগিয়ে বাংলা, বাংলায় শিক্ষা-কর্মসংস্থান বাদে সব পাওয়া যাবে' পাসপোর্ট দুর্নীতিতে সরব নওশাদ সিদ্দিকী
'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব? Deepak Adhikari
মধ্যরাতে বিধ্বংসী আগুন Basirhat-এ! লক্ষাধিক টাকার ক্ষতি, ব্যবসায়ীর দিশাহারা অবস্থা, দেখুন
Suvendu Adhikari Live : বাংলাদেশকে ঠুকলেন, মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু | Bangladesh | Bangla News
পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে কীভাবে জিতেছে তৃণমূল? দেখুন কী বলছেন Suvendu Adhikari