Virat Kohli: সমর্থকরাই জেতার ইচ্ছা বাড়িয়ে দেয়, বললেন বিরাট কোহলি

Published : Sep 18, 2023, 08:42 PM ISTUpdated : Sep 18, 2023, 09:11 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দল বিশ্বের যে প্রান্তেই খেলতে যাক না কেন, ক্রিকেটপ্রেমীরা সবসময় সমর্থন করেন। শ্রীলঙ্কায় এশিয়া কাপেও গ্যালারিতে ভারতের সমর্থক সংখ্যা ছিল যথেষ্ট।

শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সমর্থকদের প্রশংসা করলেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা অনবরত যেভাবে দলের পাশে থাকেন, সমর্থন করেন, সেটাই ক্রিকেটারদের জয়ের খিদে বাড়িয়ে দেয়। সমর্থকদের স্বপ্নপূরণ করার জন্য বদ্ধপরিকর ক্রিকেটাররা। এশিয়া কাপের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারত। তারপর শুরু হবে ওডিআই বিশ্বকাপ। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট। এবারও বিশ্বকাপ জিততে মরিয়া বিরাট। তিনি সমর্থকদের স্বপ্নপূরণ করতে চান। ১৯৮৩ ও ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার তৃতীয় খেতাব জেতার জন্য তৈরি হচ্ছেন রোহিত শর্মা, কে এল রাহুলরা।

১২ বছর আগে ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের তরুণ সদস্য ছিলেন বিরাট। এবার তিনিই দলের সবচেয়ে সিনিয়র সদস্য। ২০১৫ সালে এবং ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপেও খেলেন বিরাট। তবে তাঁর পক্ষে দলকে চ্যাম্পিয়ন করা সম্ভব হয়নি। এবারই হয়তো শেষ ওডিআই বিশ্বকাপে খেলতে নামছেন বিরাট ও রোহিত। সেই কারণেই তাঁরা চ্যাম্পিয়ন হতে মরিয়া। 

ওডিআই বিশ্বকাপ সম্পর্কে বিরাট বলেছেন, 'সমর্থকদের আবেগ ও অনবরত সমর্থন আমাদের চালিকাশক্তি। তাঁরাই আমাদের বিশ্বকাপ জেতার জন্য বদ্ধপরিকর করে তুলেছেন। এর আগের বিশ্বকাপ জয়ের স্মৃতি আমাদের মনে উজ্জ্বল হয়ে আছে। বিশেষ করে ২০১১ সালের বিশ্বকাপের কথা মনে আছে। সেই জয় আমাদের হৃদয়ে আছে। আমরা অনুগত সমর্থকদের জন্য নতুন স্মরণীয় মুহূর্ত তৈরি করতে চাইছি। আমি সমর্থকদের আনন্দ দিতে পেরে খুবই খুশি। তাঁদের আবেগ দেখে আনন্দ হয়। তাঁদের ইচ্ছাকে বাস্তবে পরিণত করার জন্য আমরা সম্পূর্ণভাবে তৈরি।'

বিরাটের সতীর্থ রবীন্দ্র জাদেজা বলেছেন, ‘লক্ষ লক্ষ সমর্থন আমাদের পিছনে আছেন, আমাদের সাফল্যের জন্য আবেগপ্রবণভাবে উৎসাহ দিচ্ছেন, একজন ক্রিকেটার হিসেবে এর চেয়ে বড় অনুপ্রেরণা অন্য কিছু হতে পারে না। সমর্থকরা ভারতীয় দলের জন্য যে আবেগের পরিচয় দিয়েছেন সেটা আমরা দেখেছি। আমরা সবাই মিলে দেশের জন্য লড়াই করছি। মাঠে আমাদের পারফরম্যান্সের মাধ্যমে গর্বিত করে তোলাই সবার লক্ষ্য।’

৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে ওডিআই বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। এবারের ওডিআই বিশ্বকাপে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। তারপর সেমি-ফাইনাল ও ফাইনাল হবে। ফলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সেভাবেই তৈরি হচ্ছে ভারতীয় দল।

আরও পড়ুন-

Shreyas Iyer: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে ফিরছেন শ্রেয়াস আইয়ার

Asia Cup Final: শ্রীলঙ্কাকে দুরমুশ করে কতগুলি রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটাররা?

Rohit Sharma : দ্রুত ফিট হয়ে উঠছেন শ্রেয়াস আইয়ার, জানালেন রোহিত শর্মা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত