Asia Cup Final: শ্রীলঙ্কাকে দুরমুশ করে কতগুলি রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটাররা?

রবিবার এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছে ভারত। এশিয়া কাপ ফাইনালে এর আগে এত একপেশে ম্যাচ এর আগে হয়নি। ভারতের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা।

Soumya Gangully | Published : Sep 18, 2023 8:49 AM IST / Updated: Sep 18 2023, 04:32 PM IST

রবিবার এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ১৫.২ ওভারের মধ্যে ৫০ রানে অলআউট করে দেয় ভারত। তারপর জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে লেগেছে ৬.১ ওভার। এই অবিশ্বাস্য জয়ের সঙ্গেই একাধিক রেকর্ডও গড়েছে ভারতীয় দল। প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ম্যাচে ১ ওভারে ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন মহম্মদ সিরাজ। ৫০ রানে অলআউট হয়ে যাওয়া ওডিআই ফর্ম্যাটে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০১২ সালে পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেটাই এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে তাদের সর্বনিম্ন স্কোর। ওডিআই ফর্ম্যাটে এর আগে অনেকবারই ১০ উইকেটে জয় পেয়েছে ভারত। ওডিআই সিরিজ বা টুর্নামেন্টের ফাইনালেও ১০ উইকেটে জয় এসেছে। কিন্তু এর আগে কোনও ম্যাচে এত দ্রুত জয় আসেনি। সেই হিসেবে নতুন নজির গড়ল ভারতীয় দল। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেনে কেনিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচে ২৩১ বল বাকি থাকতেই জয় পেয়েছিল ভারত। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৩ বল বাকি থাকতেই জয় এল। 

২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। ২৩ বছর পর সেই হারের মধুর প্রতিশোধ নিল ভারত। ওডিআই ফর্ম্যাটে এর আগে কোনও দলকে এত কম রানে অলআউট করে দিতে পারেনি ভারত। সেই রেকর্ডও রবিবার হয়ে গেল। ১৯৯৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনও উইকেট না হারিয়ে ৩০ ওভারের মধ্যে ১৯৬ রান তুলে জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচে হেনরি ওলোঙ্গাকে নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। ২৫ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তার চেয়েও দাপটের সঙ্গে জয় পেল ভারত। 

ওডিআই ফর্ম্যাটে এর আগে ভারতের কোনও ম্যাচ এত কম বলে পরেই শেষ হয়ে যায়নি। রবিবার মাত্র ১২৯ বল হওয়ার পরেই জয় পেয়ে যায় ভারত। ২০১৪ সালে বাংলাদেশকে ৫৮ রানে অলআউট করে দিয়েছিল ভারত। ২০০৫ সালে জিম্বাবোয়েকে ৬৫ রানে অলআউট করে দিয়েছিল ভারত। তার চেয়েও কম রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। 

২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৪ রান দিয়ে ৬ উইকেট নেন স্টুয়ার্ট বিনি। ১৯৯৩ সালে হিরো কাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন অনিল কুম্বলে। এবার ২১ রান দিয়ে ৬ উইকেট নিলেন সিরাজ।

আরও পড়ুন-

Asia Cup: 'শ্রীলঙ্কার সঙ্গে হারার জন্যও বোধহয় ভারতে দুষবে', পাকিস্তানকে তোপ গাভাস্কারের

IND vs AUS: রোহিতের 'সুখের সংসারে' কাঁটা চোট, চিন্তা সূর্যকে নিয়েও

Rohit Sharma : দ্রুত ফিট হয়ে উঠছেন শ্রেয়াস আইয়ার, জানালেন রোহিত শর্মা

Read more Articles on
Share this article
click me!