India Vs Bangladesh: বিফলে শুবমান গিলের দুরন্ত শতরান, বাংলাদেশের কাছে হার ভারতের

Published : Sep 15, 2023, 11:05 PM ISTUpdated : Sep 15, 2023, 11:37 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

শুক্রবার এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের শেষ ম্যাচে দুর্দান্ত শতরান করলেন ভারতের তরুণ ওপেনার শুবমান গিল। ওডিআই বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে এই তরুণ ব্যাটার।

শুক্রবার এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে হেরে গেল ভারতীয় দল। বিফলে গেল শুবমান গিলের অসাধারণ শতরান। ৬ রানে হেরে গেল ভারত। শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১২ রান। তানজিম হাসান শাকিবের প্রথম ৩ বলে রান করতে পারেননি মহম্মদ সামি। তিনি চতুর্থ বলে বাউন্ডারি মারেন। ফলে শেষ ২ বলে জয়ের জন্য দরকার ছিল ৮ রান। কিন্তু ওভারের পঞ্চম বলে রান আউট হয়ে যান সামি। ফলে অলআউট হয়ে যায় ভারতীয় দল। এবারের এশিয়া কাপে এতদিন অপরাজিত ছিল ভারত। ফাইনালের ঠিক আগের ম্যাচে প্রথম হারের মুখ দেখল রোহিত শর্মার দল।

এই ম্যাচের ফল গুরুত্বপূর্ণ নয় বলে দলে ৫টি বদল আনে ভারত। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজকে বিশ্রাম দেয় ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। শাকিব আল-হাসানের দলের শুরুটা একেবারেই ভালো হয়নি। ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তৃতীয় ওভারের প্রথম বলেই লিটন দাসকে (০) আউট করে দেন সামি। পরের ওভারের প্রথম বলেই অপর ওপেনার তানজিদ হাসানকে (১৩) আউট করে দেন শার্দুল ঠাকুর। এরপর আনামুল হককেও (৪) আউট করে দেন শার্দুল। ৫৯ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ১৩ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হয়ে যান মেহিদি হাসান মিরাজ। এই পরিস্থিতিতে শাকিবের সঙ্গে পার্টনারশিপ শুরু করেন তাওহিদ হৃদয়। এই জুটি বাংলাদেশের রান পৌঁছে দেয় ১৬০-এ। শাকিব ৮০ ও হৃদয় ৫৪ রান করেন। ১ রান করেন শামিম হোসেন। ৪৪ রান করেন নাসুম আহমেদ। ২৯ রান করে অপরাজিত থাকেন মাহেদি হাসান। ১৪ রান করে অপরাজিত থাকেন তানজিম। ভারতের হয়ে ৬৫ রান দিয়ে ৩ উইকেট নেন শার্দুল। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন সামি। ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর। ৫৩ রান দিয়ে ১ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। 

রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই রোহিতের (০) উইকেট হারায় ভারত। অপর ওপেনার শুবমান অবশ্য ১২১ রান করেন। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন ভারতের জয়ের আশা ছিল। কেরিয়ারের প্রথম ওডিআই ম্যাচে ৫ রান করেন তিলক ভার্মা। কে এল রাহুল করেন ১৯ রান। ঈশান কিষান করেন ৫ রান। সূর্যকুমার যাদব করেন ২৬ রান। জাদেজা করেন ৭ রান। শেষপর্যন্ত লড়াই করেন অক্ষর (৪২)। ১১ রান করেন শার্দুল। সামি করেন ৬ রান। ০ রানে অপরাজিত থাকেন কৃষ্ণ। বাংলাদেশের হয়ে ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন তানজিম। ৫০ রান দিয়ে ২ উইকেট নেন মাহেদি। ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন শাকিব। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন মেহিদি হাসান মিরাজ।

আরও পড়ুন-

MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির বাইকে সওয়ার, অভিভূত ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটার

Pakistan Vs Sri Lanka: উত্তেজক ম্যাচে শেষ বলে জয়, এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?