Asia Cup 2023: নেপালের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গেলেও সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে পারবে ভারত?

Published : Sep 04, 2023, 01:22 AM ISTUpdated : Sep 04, 2023, 01:29 AM IST
Pallekele

সংক্ষিপ্ত

সোমবার এশিয়া কাপে গ্রুপ এ-র শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১ পয়েন্ট পাওয়ায় দ্বিতীয় ম্যাচেও ভারতের পয়েন্ট পাওয়া দরকার।

এবারের এশিয়া কাপে গ্রুপ এ-র লড়াই সহজ হওয়ারই কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় এই গ্রুপ থেকে শীর্ষ স্থানাধিকারী হিসেবে সুপার ফোরে কোন দল যাবে, সেটা একটু জটিল হয়ে গিয়েছে। ভারত-নেপাল ম্যাচের ফলের উপরেই গ্রুপের ফল নির্ভর করছে। প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে উড়িয়ে দিয়েছে বাবর আজম, মহম্মদ রিজওয়ানের পাকিস্তান। গ্রুপের শীর্ষে থাকতে হলে নেপালের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে ভারতকে। না হলে পাকিস্তানই এই গ্রুপের শীর্ষে থাকবে। ভারতীয় দল যদি গ্রুপের শীর্ষে থাকে, তাহলেও অবশ্য শীর্ষ স্থানাধিকারী হিসেবেই ধরা হবে পাকিস্তানকে। কারণ, সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচ হবে লাহোরে। সেই ম্যাচে খেলবে পাকিস্তান। ভারতীয় দল যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেই কারণে পাকিস্তানকেই গ্রুপ এ-র শীর্ষ স্থানাধিকারী হিসেবে ধরা হবে।

এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ের যোগ্যতা অর্জন করতে হলে নেপালের বিরুদ্ধে অন্তত ১ পয়েন্ট পেতেই হবে ভারতীয় দলকে। ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষে পাকিস্তান। ১ ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে ভারত। ১ ম্যাচ খেলে কোনও পয়েন্ট পায়নি নেপাল। ফলে ভারত-নেপাল ম্যাচ যদি বৃষ্টির জন্য ভেস্তে যায়, তাহলে গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে ভারত। তবে নেপালের বিরুদ্ধে জয়ই ভারতীয় দলের একমাত্র লক্ষ্য। এই ম্যাচে ভারতের জয় পেতে কোনও সমস্যা হওয়ারই কথা নয়। কারণ, ভারতের তুলনায় অত্যন্ত দুর্বল দল নেপাল। ভারতের ক্রিকেটপ্রেমীদের আশা, সোমবার পাল্লেকেলেতে ম্যাচের সময় বৃষ্টি হবে না। পুরো সময় খেলা হলে ভারতীয় দল অনায়াসে জয় পেতে পারে।

১০ সেপ্টেম্বর এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ে ফের ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। সেদিন গ্রুপ এ-র শীর্ষ স্থানাধিকারী ও দ্বিতীয় স্থানাধিকারী দলের লড়াই দেখা যাবে। ভারত ও পাকিস্তান যদি ফাইনালে পৌঁছে যায়, তাহলে এই টুর্নামেন্টে তৃতীয়বার এই ২ দলের লড়াই দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।

এদিকে, কলম্বোয় আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণে কলম্বো থেকে পাল্লেকেলে বা ডাম্বুলায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে সুপার ফোর পর্যায়ের ম্যাচগুলি। ডাম্বুলার চেয়ে পাল্লেকেলেতেই এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের ম্যাচগুলি আয়োজনের সম্ভাবনাই বেশি। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার পর এশিয়া কাপের বাকি ম্যাচগুলি নিয়ে চিন্তিত আয়োজকরা।

আরও পড়ুন-

Asia Cup 2023: প্রথমবার সিনিয়র পর্যায়ের ক্রিকেটে ভারত-নেপাল ম্যাচ, সুপার ফোরের লক্ষ্যে রোহিতরা

Asia Cup 2023: আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয়, এশিয়া কাপের সুপার ফোরের পথে বাংলাদেশ

Rishabh Pant : ভারতীয় দলের অনুশীলনে ঋষভ পন্থ, সতীর্থদের দিলেন উৎসাহ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কবে শুরু হবে খেলা? ফ্র্যাঞ্চাইজিগুলিকে সম্ভাব্য তারিখ জানিয়ে দিল বিসিসিআই
IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, পরিবর্ত কে?