Babar Azam-Virat Kohli: 'বিরাট কোহলির মন্তব্যে গর্বিত,' জানালেন বাবর আজম

২ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই। তার আগে পরস্পরের প্রশংসা করলেন বিরাট কোহলি ও বাবর আজম। তবে শনিবার কেউ কাউকে ছেড়ে দেবেন না।

শনিবার এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের মুখোমুখি বাবর আজমরা। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ২ দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। ক্রিকেটাররাও এই ম্যাচের জন্য তৈরি হচ্ছেন। তবে পারস্পরিক শ্রদ্ধা অটুট। পাকিস্তানের অধিনায়ক বাবরের প্রশংসা করেছেন বিরাট। তিনি বাবরকে ৩ ফর্ম্যাটেই অন্যতম সেরা ব্যাটার হিসেবে উল্লেখ করেছেন। পাল্টা বিরাটের প্রশংসা করেছেন বাবর। পাক অধিনায়ক বলেছেন, 'বিরাট কোহলি আমার সম্পর্কে যে মন্তব্য করেছে, তাতে খুব ভালো লাগছে। কেউ এরকম মন্তব্য করলে খুব ভালো লাগে। ও আমার সম্পর্কে যেভাবে মন্তব্য করেছে, সেটা আমার কাছে গর্বের মুহূর্ত। আমার খুব ভালো লেগেছে। এরকম প্রশংসা পেলে আত্মবিশ্বাস বেড়ে যায়।'

বাবর আরও বলেছেন, 'বিরাট বলেছে, ২০১৯ সালের বিশ্বকাপের সময় আমি ওর কাছে গিয়েছিলাম। ও সেই সময় সেরা ফর্মে ছিল। ও এখনও সেরা ফর্মে আছে। আমার মনে হয়েছিল, ওর কাছ থেকে কিছু শেখা উচিত। সেই সময় আমি ওর কাছ থেকে অনেককিছু শিখেছিলাম। ও আমাকে অনেককিছু বুঝিয়েছিল। তার ফলে আমার বিশেষ উপকার হয়েছিল।'

Latest Videos

বুধবার শুরু হয়েছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ১৩১ বলে ১৫১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন বাবর। তাঁর ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। বাবরের পাশাপাশি পাকিস্তানের হয়ে শতরান করেন ইফতিকার আহমেদও। তিনি ৭১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। ইফতিকারের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। মহম্মদ রিজওয়ান করেন ৪৪ রান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ৩৪২ রান করে পাকিস্তান। জবাবে ২৩.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায় নেপাল। মাত্র ৩ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ২৮ রান করেন সোমপাল কামি। ২৬ রান করেন আরিফ শেখ। ১৩ রান করেন গুলশন ঝা। পাকিস্তানের হয়ে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন শাদাব খান। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন হ্যারিস রউফ। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ১৩ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ নওয়াজ। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন নাসিম শাহ।

ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজক। তার উপর প্রথম ম্যাচে পাকিস্তান ২৩৮ রানে জয় পাওয়ায় শনিবারের ম্যাচের আগে উত্তেজনা বেড়ে গিয়েছে।

আরও পড়ুন-

Asia Cup 2023: ফিট হতে এখনও সময় লাগবে, এশিয়া কাপের দলে রাহুলকে রেখে ভুল করল ভারত?

Rishabh Pant : ভারতীয় দলের অনুশীলনে ঋষভ পন্থ, সতীর্থদের দিলেন উৎসাহ

ICC Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা হতে পারে ৩ সেপ্টেম্বর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

West Bengal News: ফের CBI-এর জালে কালীঘাটের কাকু! চাঞ্চল্য ফের তুঙ্গে
'এগিয়ে বাংলা, বাংলায় শিক্ষা-কর্মসংস্থান বাদে সব পাওয়া যাবে' পাসপোর্ট দুর্নীতিতে সরব নওশাদ সিদ্দিকী
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
ব্যবসায় অশান্তি! সম্পর্ক তলানিতে, এমন কাণ্ড ঘটবে কেউ বুঝতেই পারেনি | Hooghly News Today
লুকিয়ে আছে জঙ্গলে, যে কোন মুহূর্তে লোকালয়ে ঢুকতে পারে বাঘ! Tiger spotted in Kultali | Bangla News