Asia Cup 2023: ফিট হতে এখনও সময় লাগবে, এশিয়া কাপের দলে রাহুলকে রেখে ভুল করল ভারত?

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে চোট সারিয়ে আসা কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ারকে রাখা হয়েছে। ফিট না হয়ে ওঠা রাহুলকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠছে।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, কে এল রাহুলের পক্ষে এশিয়া কাপে খেলা সম্ভব নয়। রাহুলের পক্ষে উইকেটকিপিং করা সম্ভব হবে না। এমনকী, ব্যাটিং করার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। কিন্তু এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে রাহুলকে রাখা হয়েছে। দল ঘোষণার সময়ই বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, প্রথম ২-৩টি ম্যাচে হয়তো রাহুলের পক্ষে খেলা সম্ভব হবে না। মঙ্গলবার স্পষ্টভাবে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, এশিয়া কাপে প্রথম ২টি ম্যাচে খেলতে পারবেন না রাহুল। তিনি সুপার ফোর পর্যায়ের ম্যাচে খেলতে পারবেন কি না, সেটাও স্পষ্ট নয়। ফলে রাহুলকে দলে রাখার সিদ্ধান্ত ভুল হয়ে গেল কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে। এশিয়া কাপ বরাবরই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এবারের ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপের গুরুত্ব আরও বেশি। সেই টুর্নামেন্টে আনফিট খেলোয়াড়কে দলে রাখা কতটা যুক্তিপূর্ণ, সেই প্রশ্ন উঠছে।

রাহুলের পাশাপাশি শ্রেয়াস আইয়ারও চোট সারিয়ে কয়েক মাস পর জাতীয় দলে ফিরেছেন। এই ২ ক্রিকেটার সম্পর্কে দ্রাবিড় বলেছেন, 'আমাদের দৃষ্টিকোণ থেকে মাত্র ২টি ম্যাচে খেলতে পারবে না কে এল রাহুল। ও আর শ্রেয়াস একই জায়গায় আছে। রাহুল সত্যিই ভালো ব্যাটিং করছে। ও ভালো কিপিংও করছে। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা ওর ব্যাপারে একটু বেশি সাবধানতা অবলম্বন করছি। আগামী কয়েকদিন ও ম্যাচের পরিস্থিতিতে অনুশীলন করবে। আমরা আশা করছি, ২টি ম্যাচের পরেই খেলার মতো জায়গায় চলে আসবে রাহুল। আমি সেটা নিয়ে চিন্তিত নই। রাহুল ও শ্রেয়াস অভিজ্ঞ খেলোয়াড়। আমার আশা, এশিয়া কাপে কলম্বোয় যে ম্যাচগুলি হবে, সেগুলিতে খেলতে পারবে রাহুল।'

Latest Videos

শাস্ত্রীর পাশাপাশি ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারও চোট পুরোপুরি সারার আগেই রাহুলকে দলে না ফেরানোর পক্ষে মতপ্রকাশ করেছিলেন। বাঙ্গার বলেছিলেন, রাহুল যদি উইকেটকিপিং করার মতো জায়গায় থাকেন, একমাত্র তাহলেই তাঁকে দলে ফেরানো উচিত। কিন্তু ওডিআই বিশ্বকাপের আগে দলের সবার সঙ্গে রাহুল যাতে মানিয়ে নিতে পারেন, সেটা নিশ্চিত করার জন্যই হয়তো তাঁকে এশিয়া কাপের দলে রাখা হয়েছে। তবে রাহুল যদি কোনও ম্যাচেই খেলতে না পারেন, তাহলে তাঁকে দলে রাখার অর্থ একজন ফিট খেলোয়াড়কে বঞ্চিত করা।

আরও পড়ুন-

Rishabh Pant : ভারতীয় দলের অনুশীলনে ঋষভ পন্থ, সতীর্থদের দিলেন উৎসাহ

ICC Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা হতে পারে ৩ সেপ্টেম্বর

দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জেতার সুযোগ ভারতীয় দলের সামনে, মত মিতালি রাজের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি