India Vs Pakistan: রোহিত-বিরাটের ব্যর্থতার দিনে ত্রাতা ঈশান-হার্দিক, লড়াইয়ে ভারত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের টপ অর্ডার ব্যর্থ হলেও, মিডল ও লোয়ার-মিডল অর্ডার যথেষ্ট লড়াই করল। ফলে প্রত্যাবর্তন ঘটাতে সক্ষম হল ভারতীয় দল।

২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে বিরাট কোহলিকে নিয়ে অসাধারণ পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন। শনিবার এশিয়া কাপের ম্যাচেও কঠিন পরিস্থিতিতে অসাধারণ পারফরম্যান্স দেখালেন হার্দিক পান্ডিয়া। ঈশান কিষানের সঙ্গে ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন হার্দিক। ৬৬ রানে ৪ উইকেট হারানোর পর ঈশান ও হার্দিকের জন্যই ম্যাচে ফিরতে পারল ভারতীয় দল। ওপেনার রোহিত শর্মা (১১) ও শুবমান গিল (১০), ৩ নম্বরে ব্যাটিং করতে নামা বিরাট কোহলি (৪), ৪ নম্বরে ব্যাটিং করতে নামা শ্রেয়াস আইয়ারদের (১৪) ব্যর্থতা আড়াল করে দিলেন ঈশান ও হার্দিক। ৮১ বলে ৮২ রানের অসাধারণ ইনিংস খেলেন ঈশান। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। হার্দিক করেন ৮৭ রান। তিনি অল্পের জন্য শতরান হারালেন। এই অলরাউন্ডারের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি।

হার্দিক যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল ভারতীয় দলের স্কোর ৩০০-র কাছাকাছি পৌঁছে যেতে পারে। কিন্তু এই অলরাউন্ডার আউট হয়ে যাওয়ার পরেই দিশাহীন হয়ে পড়ল ভারতের ইনিংস। রবীন্দ্র জাদেজা (১৪), শার্দুল ঠাকুর (৩) দলের রান বাড়াতে পারলেন না। ব্যাটিংয়ের হাত ভালো বলে মহম্মদ সামির বদলে শার্দুলকে খেলার সুযোগ দেওয়া হয়। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। জসপ্রীত বুমরা লড়াই করলেন। তিনি করেন ১৬ রান। কুলদীপ যাদব করেন ৪ রান। ১ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। ভারতীয় দল ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়ে গেল।

Latest Videos

পাকিস্তানের হয়ে অসাধারণ বোলিং করলেন শাহিন শাহ আফ্রিদি। এই পেসার ৪ উইকেট নিলেন। হ্যারিস রউফ নিলেন ৩ উইকেট। ৩ উইকেট নেন নাসিম শাহ।

এদিন ম্যাচ শুরু হওয়ার আগে থাকতেই হাল্কা বৃষ্টি শুরু হয়। যদিও তাতে ঠিক সময়ে ম্যাচ শুরু করার ক্ষেত্রে সমস্যা হয়নি। তবে ভারতীয় দলের ইনিংসের ৪.২ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ফের খেলা শুরু হলেও, রোহিতের মনঃসংযোগ নষ্ট হয়ে গিয়েছিল। ফের খেলা শুরু হওয়ার পর চতুর্থ বলেই আউট হয়ে যান ভারতের অধিনায়ক। একটি বাউন্ডারি মেরেই আউট হয়ে যান বিরাট। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ইনিংসের শুরুটা ভালো করেন শ্রেয়াস। কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারলেন না।

আরও পড়ুন-

Babar Azam-Virat Kohli: 'বিরাট কোহলির মন্তব্যে গর্বিত,' জানালেন বাবর আজম

Asia Cup 2023: ফিট হতে এখনও সময় লাগবে, এশিয়া কাপের দলে রাহুলকে রেখে ভুল করল ভারত?

Rishabh Pant : ভারতীয় দলের অনুশীলনে ঋষভ পন্থ, সতীর্থদের দিলেন উৎসাহ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia