KL Rahul: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলবেন কে এল রাহুল?

ভালো পারফরম্যান্স দেখানোর পরেও কি রবিবার এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন না ঈশান কিষান? না কি তাঁকে শুধু ব্যাটার হিসেবে খেলার সুযোগ পাবেন তিনি?

শুক্রবার ভারতীয় দলের অনুশীলনে প্রায় ৪৫ মিনিট ধরে উইকেটকিপার হিসেবে দেখা গেল কে এল রাহুলকে। এদিন নেটে ভালোভাবেই অনুশীলন করেন রাহুল। এর আগে বৃহস্পতিবার ইন্ডোরের নেটে তিনি ব্যাটিং অনুশীলন করেন। তবে তাঁকে সেদিন উইকেটকিপিং অনুশীলন করতে দেখা যায়নি। শুক্রবার উইকেটকিপিং অনুশীলন করলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ফলে রবিবার এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলতে পারেন রাহুল। ফলে তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান খেলার সুযোগ পাবেন কি না, সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে অসাধারণ পারফরম্যান্স দেখান ঈশান। তিনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটিতে ১৩৮ রান যোগ করেন। এই জুটির জন্যই ভারতীয় দল ২৬৬ রান করতে সক্ষম হয়। নেপালের বিরুদ্ধে ব্যাটিং করার সুযোগ পাননি ঈশান। ফলে রবিবার তাঁর খেলার সুযোগ প্রাপ্য।

চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন রাহুল। তিনি এ বছরের মার্চে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচ খেলেন। এই উইকেটকিপার-ব্যাটারের ফর্ম নিয়ে ক্রিকেট মহলে তীব্র বিতর্ক হয়েছে। জাতীয় দলের সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুলকে। ওডিআই বিশ্বকাপের আগে ফর্ম ও ফিটনেস ফিরে পেতে মরিয়া এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি উইকেটকিপিংয়েও উন্নতি করতে চাইছেন। শুক্রবার নেটে ২ জন সাপোর্ট স্টাফের সাহায্যে উইকেটকিপার হিসেবে দীর্ঘক্ষণ অনুশীলন চালান রাহুল। সেই সময় একজন সাপোর্ট স্টাফ ব্যাটিং করছিলেন এবং অপরজন বোলিং করছিলেন। ফলে স্পিনারদের বোলিংয়ে কিপিং করার অনুশীলনের সুযোগ পান রাহুল। তিনি অফস্টাম্পের বাইরের বল ধরার উপর জোর দেন। এক্ষেত্রে তাঁর কোনও সমস্যা হয়নি। এরপর লেগস্টাম্পের বল ধরার উপর জোর দেন রাহুল। একজন সাপোর্ট স্টাফ ক্রমাগত লেগস্টাম্পের দিকে থ্রো করছিলেন এবং সেই বল ধরছিলেন রাহুল। এরপর ব্যাটিং করতে যান কুলদীপ যাদব। সেই সময় বাঁ হাতি ব্যাটারের বিরুদ্ধে কিপিংয়ের অনুশীলন সেরে নেন রাহুল

Latest Videos

রাহুল চোট সারিয়ে ফিট হয়ে ওঠায় ওডিআই বিশ্বকাপের আগে স্বস্তিতে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপে উইকেটকিপার-ব্যাটার হিসেবে আছেন রাহুল ও ঈশান। তাঁদের ফিটনেস দলের জন্য জরুরি। এই ২ ক্রিকেটারই শুধু ব্যাটার হিসেবেই দলে থাকতে পারেন। ফলে তাঁরা ভারতীয় দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সদস্য। ওডিআই বিশ্বকাপে সাফল্যের জন্য তাঁদের উপর নির্ভর করছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-

Sanju Samson: এশিয়া কাপে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল সঞ্জু স্যামসনকে

Jasprit Bumrah: ফের জাতীয় দলে যোগ দিলেন, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন বুমরা

Virat Kohli and Hardik Pandya : ভারত-নেপাল ম্যাচে সৌজন্যের পরিচয় দিলেন বিরাট-হার্দিক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News