Shubman Gill: আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বাবর আজমকে টপকে যেতে পারবেন শুবমান গিল?

ওডিআই বিশ্বকাপের আগে দারুণ ফর্মে ভারতীয় দলের তরুণ ওপেনার শুবমান গিল। এশিয়া কাপের ফাইনালে দলকে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন এই ব্যাটার।

ওডিআই বিশ্বকাপের আগে ব্যাটারদের ফর্ম স্বস্তি দিচ্ছে ভারতীয় দলকে। বিশেষ করে বিশ্বের সেরা ফাস্ট বোলিং লাইনআপ হিসেবে চিহ্নিত পাকিস্তানের বিরুদ্ধে চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন বিরাট কোহলি, কে এল রাহুল, রোহিত শর্মা, শুবমান গিল, তাতে বিশ্বকাপের আগে প্রত্যাশা বাড়ছে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে যাবে। দেশের মাটিতে ১২ বছর আগে শেষবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এবার অধিনায়ক হিসেবে সেই সাফল্যই অর্জন করতে মরিয়া রোহিত। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলে ছিলেন বিরাট। ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই তাঁর লক্ষ্য।

এশিয়া কাপ ফাইনালে দলকে নিয়ে যাওয়ার সুবাদে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতীয় ব্যাটারদের। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার সেরা ১০ জনের মধ্যে ৩ ভারতীয় ব্যাটার জায়গা পেয়েছেন। ২ নম্বরে আছেন শুবমান। তিনি এখন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে তাড়া করছেন। শীর্ষে থাকা বাবরের রেটিং ৮৬৩। ৭৫৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে শুবমান। ৮ নম্বরে বিরাট। তাঁর রেটিং ৭১৫। বিরাটের পরেই আছেন রোহিত। তাঁর রেটিং ৭০৭। ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলে শুবমান, বিরাট, রোহিতের রেটিং বেড়ে যেতে পারে। 

Latest Videos

এবারের এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রোহিত। পরপর ৩ ম্যাচে অর্ধশতরান করেছেন ভারতের অধিনায়ক। গ্রুপের ম্যাচে নেপালের বিরুদ্ধে ৭৪ রান করে অপরাজিত থাকার পর পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর পর্যায়ের ম্যাচে ৫৬ রান করে রোহিত। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি করেন ৫৩ রান। এর ফলেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রোহিতের। পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রান করে অপরাজিত থাকেন বিরাট। তিনি আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ নেমে গেলেও, প্রথম ১০ জনের মধ্যেই আছেন। পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ রানের অসাধারণ ইনিংস খেলেন শুবমান। এই তরুণ ব্যাটার নেপালের বিরুদ্ধেও অর্ধশতরান করেন। এর ফলেই তাঁর রেটিংয়ে উন্নতি হয়েছে।

পাকিস্তানের ব্যাটারদের মধ্যেও ৩ জন আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে আছেন। শীর্ষে অধিনায়ক বাবর। ১ ধাপ নেমে ৫ নম্বরে ওপেনার ইমাম-উল-হক। তাঁর রেটিং ৭৩৫। ১০ নম্বরে ফকর জামান। তাঁর রেটিং ৭০৫। ভারত ও পাকিস্তানের ব্যাটাররা র‍্যাঙ্কিংয়ে বাকিদের পিছনে ফেলে দিয়েছেন। ফলে আপাতত লড়াই চলছে ভারত ও পাকিস্তানের মধ্যেই।

আরও পড়ুন-

Asia Cup 2023: কাঁধের চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাসিম শাহ

India Vs Sri Lanka: স্পিন-অস্ত্রে ঘায়েল শ্রীলঙ্কা, এশিয়া কাপ ফাইনালে ভারত

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি
‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP