India Vs Pakistan: সদ্য বাবা হওয়া জসপ্রীত বুমরাকে বিশেষ উপহার শাহিন শাহ আফ্রিদির

ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে যতই উত্তেজনা-উন্মাদনা থাকুক না কেন, ক্রিকেটারদের সম্পর্ক উষ্ণ। ফের তাঁদের সুসম্পর্কের প্রমাণ পাওয়া গেল।

সদ্য বাবা হয়েছেন। এবার সদ্যোজাত সন্তানের জন্য অপ্রত্যাশিত উপহার পেলেন জসপ্রীত বুমরা। রবিবার তাঁর হাতে বিশেষ উপহার তুলে দিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা যখন মাঠ ছেড়ে হোটেলের দিকে রওনা হচ্ছিলেন, তখন বুমরাকে ডাকেন আফ্রিদি। তিনি বাবা হওয়ার জন্য বুমরাকে অভিনন্দন জানিয়ে তাঁর হাতে একটি বাক্স তুলে দেন। আফ্রিদিকে ধন্যবাদ জানান বুমরা। এই ২ ক্রিকেটারই টিম বাস ধরার জন্য তাড়াহুড়ো করছিলেন। বুমরার হাতে প্লাস্টিকের প্যাকেট তুলে দিতে ভুলে গিয়েছিলেন আফ্রিদি। সে কথা মনে পড়ে যাওয়ায় তিনি বুমরাকে পিছু ডেকে প্যাকেটটি তাঁর হাতে তুলে দেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে এই ভিডিও। 

এদিন এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। ভারতের ইনিংসের মাঝামাঝি সময়ে বৃষ্টি নামে। তারপর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। মাঠকর্মীরা পিচ ও আউটফিল্ড শুকিয়ে ফেলার অনেক চেষ্টা করেন। কিন্তু কয়েক ঘণ্টা পরেও ম্যাচ শুরু করার মতো উপযুক্ত করে তোলা সম্ভব হয়নি মাঠ। ফলে আম্পায়াররা সিদ্ধান্ত নেন, এদিন আর ম্যাচ শুরু করা সম্ভব নয়। সোমবার ফের শুরু হবে খেলা। ফলে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় দর্শকদের। কিন্তু দিনের শেষে আফ্রিদির সৌজন্য ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। চলতি এশিয়া কাপে গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। সেই ম্যাচের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় বিরাট কোহলিকে। রবিবার ফের ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সুসম্পর্কের ছবি দেখা গেল।

Latest Videos

 

 

রবিবার ভারতের ইনিংসের ২৪.১ ওভার হওয়ার পরেই বৃষ্টি নামে। সেই সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ১৪৭। ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও কে এল রাহুল। ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৃষ্টি। মাঠকর্মীরা পুরো মাঠ ও পিচ ঢেকে দিয়েছিলেন। তাঁদের সঙ্গে হাত লাগান পাকিস্তানের ক্রিকেটার ফকর জামানও। কিন্তু তাতেও মাঠ শুকনো রাখা সম্ভব হয়নি। মাঠকর্মীরা নানাভাবে পিচ ও আউটফিল্ড শুকনো করার চেষ্টা করেন। কিন্তু তাঁদের পক্ষে সেই কাজে সফল হওয়া সম্ভব হয়নি। মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানিয়ে দেন, সোমবার ফের শুরু হবে ম্যাচ। এই সিদ্ধান্ত জানার পর মাঠ ছাড়েন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা।

আরও পড়ুন-

India Vs Pakistan: দীর্ঘ অপেক্ষাই সার, রিজার্ভ ডে-তে গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ

পোষ্য সারমেয়কে নিয়ে মেতে জেমাইমা রডরিগেজ, ভিডিও শেয়ার সোশ্যাল মিডিয়ায়

Virat Kohli: শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতা, অনুপ্রাণিত করলেন বিরাট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report