India Vs Pakistan: দলে ফিরলেন কে এল রাহুল, পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ভারতের

বৃষ্টির পূর্বাভাসকে সঙ্গী করেই কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়া কাপ সুপার ফোর পর্যায়ের এই ম্যাচ ঘিরে উত্তেজনা-আবেগ তুঙ্গে।

প্রত্যাশামতোই এশিয়া কাপ সুপার ফোর পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে ফিরলেন ২ অভিজ্ঞ ক্রিকেটার কে এল রাহুল ও জসপ্রীত বুমরা। বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার ও মহম্মদ সামি। পিঠের চোটের জন্য খেলতে পারছেন না শ্রেয়াস। সামিকে কেন বাদ দেওয়া হল স্পষ্ট নয়। নেপালের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখান এই অভিজ্ঞ পেসার। তা সত্ত্বেও তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পেলেন না। শার্দুল ঠাকুরের ব্যাটিং দক্ষতার কথা মাথায় রেখেই হয়তো খেলানো হচ্ছে। ওডিআই বিশ্বকাপের আগে দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়াতে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট। যদিও পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শার্দুল।

এই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, কে এ রাহুল, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

Latest Videos

পাকিস্তান দলে আছেন- ফকর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

টসে হেরে ভারতের অধিনায়ক রোহিত বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করার জন্য মুখিয়ে আছি। শুরুতে আমাদের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তবে গত ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আমরা এখন যে ম্যাচ খেলছি সেই ম্যাচ নিয়েই ভাবছি। আবহাওয়ার বিষয়টি আমাদের হাতে নেই। তবে বৃষ্টি হওয়ায় আমরা প্রস্তুতির জন্য কিছুটা সময় পেয়েছি। এবার আমরা ভালো খেলতে চাইছি। আমাদের দলে ২টি পরিবর্তন হয়েছে। জসপ্রীত বুমরা দলে ফিরেছে। শ্রেয়াস আইয়ার পিঠের চোটের জন্য খেলতে পারছে না। ফলে আমরা এই পরিবর্তন করতে বাধ্য হয়েছি। শ্রেয়াসের পরিবর্তে দলে ফিরেছে কে এল রাহুল।’

পাকিস্তানের অধিনায়ক বাবর বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আমার মনে হয়েছে পিচে কিছুটা আর্দ্রতা আছে। আমাদের সেটা কাজে লাগাতে হবে। ভারত-পাকিস্তান ম্যাচে সবসময়ই চাপ, উত্তেজনা থাকে। তবে আমরা প্রতিটি ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের দল ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। আমরা এই ম্যাচেও ভালো খেলার জন্য তৈরি। আমাদের দলে কোনও বদল হয়নি। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে যারা খেলেছিল তারাই এই ম্যাচে খেলছে।’

আরও পড়ুন-

Asia Cup 2023: শ্রীলঙ্কার কাছে হার, এশিয়া কাপে ১ ম্যাচ বাকি থাকতেই বিদায় বাংলাদেশের

আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে কী করতে হবে, শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের বুঝিয়ে দিলেন বিরাট

Shubman Gill Birthday: শুবমানকে জন্মদিনের শুভেচ্ছা সচিনের, সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari