এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেটা নিয়ে অসন্তুষ্ট সুপার ফোর পর্যায়ের যোগ্যতা অর্জন করা বাকি ২ দল শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
পাকিস্তানের সঙ্গে যৌথভাবে এবারের এশিয়া কাপ আয়োজন করছে শ্রীলঙ্কা। কিন্তু আয়োজক দেশ হিসেবে কোনও সুবিধাই পাচ্ছে না শ্রীলঙ্কা। পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে হচ্ছে। নিজেদের দেশে আবহাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তার উপর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আচরণেও ক্ষুব্ধ শ্রীলঙ্কা শিবির। শুক্রবারই ঘোষণা করা হয়েছে, বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে রবিবার সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হচ্ছে। রবিবার যদি কোনওভাবে ম্যাচ শেষ না করা যায়, তাহলে সোমবার খেলা হবে। কলম্বোয় অন্য ম্যাচগুলির সময়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু সেই ম্যাচগুলির জন্য রিজার্ভ ডে রাখা হয়নি। স্পষ্টতই ভারত-পাকিস্তান ম্যাচকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারছে না শ্রীলঙ্কা ও বাংলাদেশ শিবির। প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করেছেন শ্রীলঙ্কা ও বাংলাদেশের কোচ।
এক বিবৃতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, '১০ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে-র ব্যবস্থা করা হয়েছে। যদি খারাপ আবহাওয়ার কারণে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে যে অবস্থায় বন্ধ হবে সেখান থেকেই ১১ সেপ্টেম্বর আবার শুরু হবে। এই কারণে যাঁরা এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাবেন, তাঁদের টিকিট ভালোভাবে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নির্ধারিত দিনে ম্যাচ শেষ না হলে রিজার্ভ ডে-তেও বৈধ থাকবে টিকিট।'
এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাথুরাসিংঘ বলেছেন, 'এশিয়া কাপে একটি টেকনিক্যাল কমিটি আছে। সেই কমিটিতে ৬টি দেশেরই প্রতিনিধি আছে। সেই কমিটিই হয়তো কোনও কারণে শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ, একটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। আগে যদি আমাদের সঙ্গে কথা বলা হত, তাহলে আমরা মতামত জানাতে পারতাম। তবে এই সিদ্ধান্ত ঠিক নয়। আমাদের ম্যাচের জন্যও অতিরিক্ত দিনের ব্যবস্থা থাকলে ভালো হত।'
শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড বলেছেন, 'আমি যখন প্রথমবার জানতে পারি যে শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে, তখন একটু বিস্মিত হয়েছিলাম। কিন্তু আমরা এই প্রতিযোগিতা আয়োজন করছি না। ফলে আমরা বেশি কিছু করতে পারব না।'
শ্রীলঙ্কার কোচ আরও বলেছেন, ‘রিজার্ভ ডে-তে যদি ভারত বা পাকিস্তান পয়েন্ট পেয়ে যায়, তখন সমস্যা হবে। সেটা আমাদের উপর প্রভাব ফেলবে। ভারত বা পাকিস্তান অন্যায্য সুবিধা পেয়ে গেলেই আমাদের সমস্যা।’
আরও পড়ুন-
Shubman Gill Birthday: শুবমানকে জন্মদিনের শুভেচ্ছা সচিনের, সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা
Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরকে ওডিআই বিশ্বকাপের গোল্ডেন টিকিট দিল বিসিসিআই
Virat Kohli and Hardik Pandya : ভারত-নেপাল ম্যাচে সৌজন্যের পরিচয় দিলেন বিরাট-হার্দিক