সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা শুবমান গিলের সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে জল্পনা চলছে।

ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা ব্যাটার শুবমান গিল শুক্রবার ২৪ বছর বয়স পূর্ণ করলেন। ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর পাঞ্জাবের ফাজিলকায় তাঁর জন্ম হয়। জায়গাটি বাংলা নামেও পরিচিত। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই তরুণ ব্যাটার। ফলে বাংলার সঙ্গে তাঁর যোগ রয়েছে। তবে ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে শুবমানের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা-তামাশা চলছে। সচিনের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে শুবমানের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। শুবমান নিজেই সেই জল্পনা উস্কে দিয়েছেন। ফলে আইপিএল ফাইনালের আগে সচিন যখন শুবমানের প্রশংসা করেন, তখনই সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়। শুক্রবার শুবমানের জন্মদিনে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন। এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে।

শুক্রবার শুবমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সচিন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'শুবমান গিল, তোমার জন্মদিন সবচেয়ে আনন্দের হোক। আগামী বছরে তুমি যেন অনেক রান করতে পারো এবং অনেক স্মৃতি তৈরি করতে পারো।' এই পোস্ট দেখে অনেকেই সারার সঙ্গে শুবমানের সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। একটি সাক্ষাৎকারে একবার শুবমানকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি কি সারার সঙ্গে ডেটিং করছেন?’ জবাবে শুবমান বলেন, 'হয়তো'। সেই সাক্ষাৎকার ঘিরে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বেড়ে যায়। শুক্রবার সচিনের পোস্ট দেখে একজন সেই সাক্ষাৎকারের কথা মনে করিয়ে দিয়েছেন। অনেকে আবার ঠাট্টা করে বলছেন, ভাবী শ্বশুর শুবমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে আবার সারার কথা উল্লেখ করছেন। সবমিলিয়ে সচিনের পোস্ট ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া।

 

 

আইপিএল ফাইনালের আগে সোশ্যাল মিডিয়া পোস্টে শুবমানের প্রশংসা করেন সচিন। তিনি লেখেন, ‘এই মরসুমে শুবমান গিলের পারফরম্যান্স অবিস্মরণীয়র চেয়ে কম কিছু নয়। ওর ২টি শতরান এমন প্রভাব ফেলেছে যা কোনওদিন মুছে ফেলা যাবে না। একটি শতরান মুম্বই ইন্ডিয়ানসের আশা বাড়িয়ে দেয় এবং অপর শতরানটি বড় ধাক্কা দেয়। ক্রিকেটের এমনই প্রকৃতি যে কখন কী হবে বলা যায় না। শুবমানের ব্যাটিংয়ের যে দিকটি আমার সবচেয়ে ভালো লেগেছে সেটি হল ওর অসাধারণ মানসিকতা। ব্যাটিং করার সময় ও শান্ত থাকে। ওর রানের খিদে আছে। ওর রানিং বিটউইন দ্য উইকেটসও খুব ভালো।’ ফের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চর্চায় সচিন

আরও পড়ুন-

Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরকে ওডিআই বিশ্বকাপের গোল্ডেন টিকিট দিল বিসিসিআই

Asia Cup 2023: রবিবারও বৃষ্টির পূর্বাভাস, ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে রিজার্ভ ডে

Virat Kohli and Hardik Pandya : ভারত-নেপাল ম্যাচে সৌজন্যের পরিচয় দিলেন বিরাট-হার্দিক