Mohammed Siraj: 'আজ সিরাজের গতির জন্য কোনও চালান নেই', মজার বার্তা দিল্লি পুলিশের

Published : Sep 17, 2023, 06:49 PM ISTUpdated : Sep 17, 2023, 07:41 PM IST
Indian Cricket Team

সংক্ষিপ্ত

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করলেন মহম্মদ সিরাজ। ওডিআই বিশ্বকাপের আগে এই পেসারের অসাধারণ পারফরম্যান্স ভারতীয় দলের জন্য অত্যন্ত আশাপ্রদ।

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মহম্মদ সিরাজের অসাধারণ পারফরম্যান্সে মাতোয়ারা সারা দেশ। দিল্লি পুলিশও সিরাজের পারফরম্যান্সে মুগ্ধ। সোশ্যাল মিডিয়া পোস্টে মজার ছলে এই পেসারের প্রশংসা করেছে দিল্লি পুলিশ। সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, 'আজ সিরাজের জন্য কোনও স্পিড চালান নেই।' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিল্লি পুলিশের এই পোস্ট। ক্রিকেটপ্রেমীরা সবাই দিল্লি পুলিশের রসবোধ, সৃজনশীলতা এবং সিরাজের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করছেন। ভারতীয় দল ২০১৮ সালের পর এই প্রথম এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল। এই সাফল্যে দলের আত্মবিশ্বাস বেড়ে যাবে বলেই আশা করা হচ্ছে। ওডিআই বিশ্বকাপের আগে এই সাফল্যে খুশি ক্রিকেট মহল।

 

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করে দেওয়ার ক্ষেত্রে সিরাজের ভূমিকাই সবচেয়ে বেশি। এদিন ৭ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ২১ রান দিয়ে ৬ উইকেট নেন এই পেসার। তিনি প্রথম ভারতীয় বোলার হিসেবে কোনও ম্যাচে ১ ওভারে ৪ উইকেট নেওয়ার নজির গড়লেন। শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্ডা ভাসের সঙ্গে যুগ্মভাবে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন সিরাজ। ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন ভাস। রবিবার সেই রেকর্ড স্পর্শ করলেন সিরাজ

এই পারফরম্যান্সের পর সিরাজ বলেছেন, ‘স্বপ্নের মতো মনে হচ্ছে। এর আগে ত্রিবান্দামেও শ্রীলঙ্কার বিরুদ্ধে একইরকম পারফরম্যান্স দেখিয়েছিলাম। সেই ম্যাচের শুরুতেই ৪ উইকেট পেয়েছিলাম। কিন্তু সেদিন ৫ উইকেট নিতে পারিনি। আমার অদৃষ্টে যা ছিল সেটাই হয়েছে। আজ বেশি কিছু করার চেষ্টা করিনি। সাদা বলের ক্রিকেটে আমি সবসময় স্যুইং আদায় করার চেষ্টা করি। গত ম্যাচে খুব বেশি স্যুইং পাইনি। কিন্তু আজ বল স্যুইং করছিল। আমি আউট স্যুইংয়েই বেশি উইকেট পেয়েছি। আমি চাইছিলাম ব্যাটাররা ড্রাইভ শট খেলুক। তার ফলেই সাফল্য পেয়েছি।’

সিরাজ আরও বলেছেন, 'আমি দীর্ঘদিন ধরেই ভালো বোলিং করে আসছি। এই টুর্নামেন্টে এর আগের ম্যাচগুলিতে সাফল্য পাচ্ছিলাম না। আজ দাপট দেখাতে পেরেছি। এর আগের ম্যাচগুলিতে উইকেটে বল সিম করছিল, কিন্তু আজ স্যুইং করেছে। স্যুইং পাচ্ছিলাম বলেই আমি ফুল লেংথে বোলিং করতে পেরেছি। এটাই আমার কেরিয়ারের সেরা স্পেল।'

ম্যাচের সেরা হয়ে যে আর্থিক পুরস্কার পেয়েছেন, সেটা মাঠকর্মীদের জন্য দিলেন সিরাজ। তিনি বলেছেন, মাঠকর্মীরা এত পরিশ্রম না করলে এই টুর্নামেন্ট সম্ভব হত না।

আরও পড়ুন-

Asia Cup Final: শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে জয়, অষ্টমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Asia Cup Final: প্রথম ভারতীয় বোলার হিসেবে ১ ওভারে ৪ উইকেট মহম্মদ সিরাজের

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?
IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?