Asia Cup: 'শ্রীলঙ্কার সঙ্গে হারার জন্যও বোধহয় ভারতে দুষবে', পাকিস্তানকে তোপ গাভাস্কারের

গত কাল ম্যাচ জেতার পরই গাভাস্কার বলেন, 'সীমান্তের ও পারের যাঁরা বলেছিলেন পাকিস্তান যাতে এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারে, তার জন্য ভারত ইচ্ছা করে শ্রীলঙ্কার কাছে হারবে, তাঁদের গালে সপাটে চড় বসেছে।

গত কাল এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে হারানোর পরই পাকিস্তান ক্রিকেট দলকে এক হাত নিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারার জন্য প্রতিবেশী দেশের বহু মানুষ ষড়যন্ত্রের তত্ত্ব শুনিয়েছিল। বলা হয়েছিল, পাকিস্তান যাতে ফাইনালে উঠতে না পারে তার জন্য ভারত শ্রীলঙ্কার কাছে ইচ্ছে করে হারবে। যদিও সেই ম্যাচ ভারতই জিতেছিল। শ্রীলঙ্কার কাছে অবশ্য শেষ বলে ম্যাচ হেরে পাকিস্তান প্রতিযোগিতা থেকে ছিটকে যায়।

গত কাল ম্যাচ জেতার পরই গাভাস্কার বলেন, 'সীমান্তের ও পারের যাঁরা বলেছিলেন পাকিস্তান যাতে এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারে, তার জন্য ভারত ইচ্ছা করে শ্রীলঙ্কার কাছে হারবে, তাঁদের গালে সপাটে চড় বসেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১৩ রানে অল আউট হয়ে যাওয়ার পরেও ভারত সেই ম্যাচ জিতেছে। এই বোকা মানুষগুলো এটা ভেবে দেখেনি, যদি ভারত শ্রীলঙ্কার কাছে হারত, আবার পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাত তা হলে ভারতের পক্ষেই ফাইনালে যাওয়া কঠিন হয়ে যেত। যদি ভারত-বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেত তা হলেই ভারত ফাইনালে উঠতে পারত না। তা হলে কেন শ্রীলঙ্কার কাছে ভারত ইচ্ছে করে হারতে যাবে?'

Latest Videos

এখানেই শেষ নয়। পাকিস্তানি সমর্থকদের আরও কটাক্ষ করে গাভাস্কার বলেন, 'শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে যাওয়ার পরে আমি ভেবেছিলাম পাকিস্তানি সমর্থকরা আবার আমাদেরই দায়ী করবে। বলবে, ভারতের ষড়যন্ত্রের জন্যই এটা হয়েছে। কিন্তু তা আৎ হয়নি। ওরা বাবরদের সমালোচনা করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আর ভারতের কথা ওদের মনে ছিল না।'

Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি