Asia Cup 2023: ভারতীয় দল যে কোনও নিরপেক্ষ কেন্দ্রে খেলতে পারে, সুর নরম পিসিবি-র

Published : Apr 22, 2023, 01:40 AM ISTUpdated : Apr 22, 2023, 01:49 AM IST
asia cup 2023

সংক্ষিপ্ত

এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এ বিষয়ে বিসিসিআই-এর অবস্থান বদলায়নি।

কিছুদিন আগে পর্যন্ত এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ নিয়ে হম্বিতম্বি করছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু শুক্রবার সুর নরম করলেন পিসিবি চেয়ারম্যান নজম শেঠি। তাঁর প্রস্তাব, 'আমরা এশিয়া কাপ নিয়ে একটি নতুন পরিকল্পনা করেছি। পাকিস্তান দল দেশের মাটিতেই এশিয়া কাপের ম্যাচ খেলবে। ভারতীয় দল নিরপেক্ষ কেন্দ্রে ম্যাচ খেলবে। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এই প্রস্তাব দিয়েছি।' ২ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ হওয়ার কথা। তবে এখনও পর্যন্ত এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়নি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ছাড়াও খেলবে আরও একটি দল। নেপালে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্ব চলছে। যে দল এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে, তারাই এশিয়া কাপ খেলবে।

এশিয়া কাপে ভারতের ম্যাচ নিরপেক্ষ কেন্দ্রে আয়োজন করার পাশপাশি ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের ম্যাচ খেলতে আসার ব্যাপারেও অবস্থান বদল করছে পিসিবি। শেঠি বলেছেন, 'আমাদের সরকার ভারতের বিরুদ্ধে খেলার উপর কোনওরকম নিষেধাজ্ঞা জারি করেনি। তবে আমাদের দেশের মানুষের মত হল, ভারতের সঙ্গে খেলার দরকার নেই। আমরা নিজেরাই আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। আমরা সম্মান নিয়েই ভারতের সঙ্গে খেলতে চাই। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আলোচনা করছি। আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলছে। ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতায় খেলতে আসতে পারে ভারত। আমাদের এশিয়া কাপ নিরপেক্ষ কেন্দ্রে আয়োজন করা এবং ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।'

আগামী মাসে গোয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিলের বৈঠক হতে চলেছে। এই বৈঠকে যোগ দিতে আসার কথা পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির। বিলাবল ভারতে এলে তাঁর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। ফলে দু'দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক সম্পর্কের উন্নতি হলে ক্রিকেট-সম্পর্কেরও উন্নতি হতে পারে।

কয়েকদিন আগেই পিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের শহরগুলির মধ্যে কলকাতা ও চেন্নাইকে নিরাপদ বলে মনে করছে পাকিস্তান দল। তবে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কেন্দ্রে আয়োজন করার প্রস্তাব দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলিও নিরপেক্ষ কেন্দ্রে দেওয়ার প্রস্তাব দিয়েছেন শেঠি। তবে বিসিসিআই যে এই প্রস্তাব মেনে নেবে না, সেটা পিসিবি চেয়ারম্যানও জানেন।

আরও পড়ুন-

IPL 2023: কেরিয়ারের শেষ পর্যায় উপভোগ করা জরুরি, হায়দরাবাদকে হারানোর পর মন্তব্য ধোনির

IPL 2023: ২৮ মে আইপিএল ফাইনাল আমেদাবাদে, জোড়া প্লে-অফ ম্যাচ চেন্নাইয়ে

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

PREV
click me!

Recommended Stories

Yashasvi Jaiswal: বিরাট কোহলি নন! যশস্বী জয়সওয়ালের মতে, এই ভারতীয় তারকাই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার?
WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?