সোমবার নয়াদিল্লিতে এশিয়া কাপের দল বাছাই করা হবে, জানিয়ে দিল বিসিসিআই

এবারের ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে যে ক্রিকেটাররা খেলবেন, তাঁরাই ওডিআই বিশ্বকাপের দলে থাকবেন বলে মনে করছে ক্রিকেট মহল।

চেতন শর্মার নেতৃত্বাধীন দল নির্বাচন কমিটির সময় ভারতীয় দল আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি। সেই কারণেই ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর নির্বাচকদের বরখাস্ত করে বিসিসিআই। এবার অজিত আগরকরদের বড় পরীক্ষা। প্রধান নির্বাচক হওয়ার পরেই এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের জন্য দল গঠন করতে হচ্ছে আগরকরকে। সোমবার নয়াদিল্লিতে এশিয়া কাপের জন্য দল বাছাই করা হবে। দল নির্বাচনী বৈঠকে থাকবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রধান কোচ রাহুল দ্রাবিড় সশরীরে থাকবেন না ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন, সেটা এখনও জানা যায়নি। এশিয়া কাপের দল নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। চোট সারিয়ে ফিট হয়ে ওঠা কে এল রাহুল, শ্রেয়াস আইয়ারকে দলে ফেরানো হবে কি না, সে ব্যাপারে ক্রিকেট মহলের আগ্রহ রয়েছে। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পর জসপ্রীত বুমরার দলে থাকা নিশ্চিত। অনেকটা ফিট হয়ে উঠলেও, ঋষভ পন্থকে হয়তো এশিয়া কাপের দলে রাখা হবে না।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ইতিমধ্যেই ওডিআই বিশ্বকাপের সম্ভাব্য দল ঘোষণা করে দিয়েছে। পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে। ১৭ আগস্ট ভারতও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে বলে শোনা গিয়েছিল। কিন্তু চোট সারিয়ে ওঠা কয়েকজন ক্রিকেটারের বর্তমান অবস্থা খতিয়ে দেখার জন্যই দল ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে। রাহুল, শ্রেয়াস, ঋষভের ফিটনেস খতিয়ে দেখেই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে। এশিয়া কাপের জন্য ভারতীয় দলে ১৫ জনকে রাখা হবে না ১৭ জনকে নেওয়া হবে, সেটা এখনও স্পষ্ট নয়।

Latest Videos

শুক্রবারের ম্যাচেই ফিটনেসের প্রমাণ দিয়েছেন বুমরা। অনুশীলন ম্যাচে ব্যাটিং করেছেন রাহুল, শ্রেয়াস, ঋষভ। ওডিআই ফর্ম্যাটে সম্প্রতি খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসন। ফলে রাহুল ও শ্রেয়াস দলে ফিরলে সূর্যকুমার ও সঞ্জু বাদ পড়তে পারেন। এশিয়া কাপের দলে থাকতে পারেন তিলক ভার্মা। যশস্বী জয়সোয়াল, ঈশান কিষান, শুবমান গিলের দলে থাকা নিশ্চিত। বোলিং বিভাগে অতিরিক্ত পেসার না স্পিনার রাখা হবে, সেটা নিয়েই আলোচনা চলছে। শ্রীলঙ্কায় এশিয়া কাপের সব ম্যাচ খেলবে ভারত। দ্বীপরাষ্ট্রের পিচ বরাবরই মন্থর থাকে। ফলে স্পিনাররা সাহায্য পান। সেই কারণেই এশিয়া কাপে ভারতীয় দলে অতিরিক্ত স্পিনার রাখা হতে পারে।

আরও পড়ুন-

১১ মাস পর প্রত্যাবর্তনেই জোড়া উইকেট নিয়ে ম্যাচের সেরা, খুশি জসপ্রীত বুমরা

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ডাকওয়ার্থ-লুইস নিয়মে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ রানে জয়ী ভারত

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন