১১ মাস পর প্রত্যাবর্তনেই জোড়া উইকেট নিয়ে ম্যাচের সেরা, খুশি জসপ্রীত বুমরা

যে লক্ষ্যে নির্বাচকরা আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে জসপ্রীত বুমরাকে রেখেছিলেন, সেই লক্ষ্য সফল। এই পেসারের ফিটনেস নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে। কবে মাঠে ফিরবেন সেই অপেক্ষায় নিজে যেমন ছিলেন, তেমনই জাতীয় দলের সতীর্থরা, বিসিসিআই কর্তারা, ক্রিকেটপ্রেমীরাও অপেক্ষায় ছিলেন। শেষপর্যন্ত শুক্রবার মাঠে ফিরলেন জসপ্রীত বুমরা। রাজার মতোই প্রত্যাবর্তন হল এই পেসারের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচের প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে বুমরা বুঝিয়ে দিলেন, তিনি এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে খেলার জন্য তৈরি। ফলে ভারতের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের চিন্তা অনেকটাই কমে গেল। ভারতীয় দলের বোলিং লাইনআপ নিয়ে আর বিশেষ ভাবতে হবে না। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিংয়ের সঙ্গে এখন বুমরাও তৈরি। নতুন বলে তাঁর উপরেই ভরসা থাকবে অধিনায়ক রোহিত শর্মার।

শুক্রবারের ম্যাচ শেষ হওয়ার পর বুমরা বলেছেন, 'আমার খুব ভালো লাগছে। আমি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেকদিন অনুশীলন করেছি। আমার একবারও মনে হয়নি কোনও কিছুর ঘাটতি আছে বা নতুন কিছু করছি। সাপোর্ট স্টাফদের কৃতিত্ব দিতেই হবে। তাঁরা আমাকে চাঙ্গা থাকতে সাহায্য করেছে। আমি নিজের কথা ভাবছিলাম না। অন্যদের নিয়েই ভাবছিলাম। আমি স্নায়ুর চাপে ভুগছিলাম না। খুব খুশি হয়েছি। শুরুতে উইকেটে স্যুইং ছিল। সেই কারণে আমরা এটা কাজে লাগাতে চেয়েছিলাম। সৌভাগ্যবশত আমরা টসে জিতি। তারপর ম্যাচের শুরুটা ভালো হয়। আবহাওয়ার কিছুটা সুবিধা পেয়েছি আমরা। সেই কারণে খুব আনন্দ হচ্ছে। প্রতিটি ম্যাচেই আমাদের উপর প্রত্যাশা বাড়বে।'

Latest Videos

বুমরা আরও বলেছেন, ‘প্রাথমিক ধাক্কা সামলে আয়ারল্যান্ডও ভালো খেলেছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। আমরা এই ম্যাচে জয় পেলেও কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে। দলের সবাই অত্যন্ত আত্মবিশ্বাসী। দলের সবাই ভালোভাবে তৈরি। আমার মনে হয় আইপিএল-এ খেলায় সুবিধা হয়েছে। আমরা যেখানেই খেলতে যাই না কেন, সবসময় দর্শকদের সমর্থন পাই। সেটা আমাদের মনোবল বাড়াতে সাহায্য করে।’

আয়ারল্যান্ডের হয়ে ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন ব্যারি ম্যাককার্থি। তবে তাঁর পক্ষে দলকে জেতানো সম্ভব হয়নি। ম্যাচ শেষ হওয়ার পর ম্যাককার্থি বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে সবসময় ভালো লাগে। আমরা জয় না পাওয়ায় হতাশ হয়েছি।’

রবিবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচেও ভালো বোলিং করার লক্ষ্যে খেলতে নামবেন বুমরা। ভারতের ব্যাটাররাও চাইবেন, পুরো ২০ ওভার যেন খেলা হয়। এদিনের মতো বৃষ্টিতে যেন ম্যাচ ভেস্তে না যায়।

আরও পড়ুন-

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ডাকওয়ার্থ-লুইস নিয়মে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ রানে জয়ী ভারত

ইনজামাম-উল-হকের মতোই অবস্থা! ছুটতে না পেরে রান আউট রাহকিম কর্নওয়াল

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি