ব্যর্থতা সত্ত্বেও সূর্যকুমারের দলে থাকা নিয়ে কটাক্ষ? চাহালের পোস্ট নিয়ে জল্পনা

Published : Aug 21, 2023, 08:38 PM ISTUpdated : Aug 23, 2023, 12:21 PM IST
Yuzvendra Chahal

সংক্ষিপ্ত

সোমবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এই দলে জায়গা পাননি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল। তবে দলে আছেন কুলদীপ যাদব।

এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া জানালেন লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। তাঁর পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে। এই পোস্টে কিছু লেখেননি চাহাল। মেঘের আড়ালে থাকা সূর্য থেকে উজ্জ্বল সূর্যে পরিণত হওয়ার ইমোজি পোস্ট করেছেন এই লেগ-স্পিনার। তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটা নিয়েই জল্পনা চলছে। অনেকে মনে করছেন, বেশ কিছুদিন ধরে ওডিআই ফর্ম্যাটে টানা ব্যর্থতার পরেও সূর্যকুমার যাদবের দলে থাকা নিয়ে কটাক্ষ করেছেন চাহাল। আবার ক্রিকেট মহলের একাংশের মতে, নিজের কথাই বলতে চেয়েছেন এই লেগ-স্পিনার। তিনি বোঝাতে চেয়েছেন, এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও, ভবিষ্যতে ভালো সময় আসবে।

চাহালের বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, এশিয়া কাপে ভারতীয় দলে ২ জন রিস্ট স্পিনারকে রাখা নির্বাচকদের পক্ষে কঠিন ছিল। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, চাহাল এশিয়া কাপের দলে না থাকলেও, তাঁর জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যায়নি। এশিয়া কাপের দল সম্পর্কে রোহিত বলেছেন, ‘আমরা এমন একজনকে দলে চাইছিলাম, যে ব্যাটিংও করতে পারে। অক্ষর (প্যাটেল) অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। ও এ বছর দারুণ ফর্মে আছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ও খুব ভালো ফর্মে আছে। তবে এখন কোনও ক্রিকেটারের জন্যই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। যে কোনও ক্রিকেটারই যে কোনও সময় জাতীয় দলে সুযোগ পেতে পরে। চাহাল সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। আমাদের যদি মনে হয়, বিশ্বকাপে ওকে ভারতীয় দলে দরকার, তাহলে ওকে কীভাবে দলে নেওয়া যাবে সেটা দেখতে হবে। (রবিচন্দ্রন) অশ্বিন, ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) সম্পর্কেও একই কথা বলা যায়। সবাই দলে সুযোগ পেতে পারে।’

 

 

ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন চাহাল। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ২৩টি ওডিআই ম্যাচ খেলে ৩৭ উইকেট পেয়েছেন এই লেগ-স্পিনার। তবে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি চাহাল। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কুলদীপ যাদব। সেই কারণেই তিনি দলে আছেন। ওডিআই বিশ্বকাপে হয়তো ভারতীয় দলে সুযোগ পাবেন না চাহাল। তবে আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে জাতীয় দলে সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন-

Rohit Sharma : সবাইকে যে কোনও পজিশনে ব্যাটিংয়ের জন্য তৈরি থাকতে হবে, বার্তা রোহিতের

এশিয়া কাপ শুরু হওয়ার আগেই ফিট হয়ে যাবেন কে এল রাহুল, আশাবাদী সুনীল গাভাসকর

'বিরাট, রাহুল, শ্রেয়াস, ৪ নম্বরে যে কেউ ব্যাটিং করতে পারে,' মত সৌরভের

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড