এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই নানা মত প্রকাশ করছেন। তবে ৪ নম্বর পজিশন নিয়ে বিশেষ কিছু ভাবছেন না প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের ৪ নম্বর পজিশনে কাকে ব্যাটিং করতে পাঠানো উচিত হবে, সেটা নিয়ে নানা মত শোনা যাচ্ছে। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন, যে কোনও ব্যাটারকেই ৪ নম্বরে ব্যাটিং করতে পাঠানো হতে পারে। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে একমত ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, '৪ নম্বর শুধু একটা সংখ্যা। যে কেউ এই পজিশনে ব্যাটিং করতে পারে। আমার মনে হয়, কেউই ওপেনার বা ৩, ৪ নম্বর ব্যাটার হিসেবে জন্মায় না। আমি মিডল অর্ডার ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেট খেলা শুরু করি। সচিন (তেন্ডুলকর) যখন অধিনায়ক হয়, তখন আমাকে ওপেন করতে বলা হয়। সচিনও কেরিয়ারের শুরুতে ওডিআই ক্রিকেটে ৬ নম্বরে ব্যাটিং করত। ও যখন ওপেন করা শুরু করে, তখন বিশ্বমানের খেলোয়াড় হয়ে ওঠে। যে কেউ ৪ নম্বরে ব্যাটিং করতে পারে। বিরাট কোহলি ৪ নম্বরে ব্যাটিং করতে পারে। শ্রেয়াস আইয়ার যদি এশিয়া কাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে ও ৪ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ার দাবিদার হয়ে উঠতে পারে। ভারতীয় দলে কে এল রাহুলও আছে। ভারতীয় দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে।'
সৌরভ আরও বলেছেন, ‘আমাকে অনেকেই বলছেন ভারতীয় দলে এটা নেই, ওটা নেই। তবে আমার মনে হয়, ভারতীয় দলে প্রয়োজনের চেয়ে বেশি কিছু আছে। তার ফলেই সমস্যা হয়েছে। আমার মনে হয়, বিশ্বকাপে যে ব্যাটারকে ৪ নম্বর পজিশনের জন্য ভাবছে রাহুল (দ্রাবিড়), রোহিত ও নির্বাচকরা, সেই ব্যাটারকেই বিশ্বকাপ পর্যন্ত ৪ নম্বরে ব্যাটিং করার সুযোগ দেওয়া উচিত। ব্যাটিং লাইনআপের একটি জায়গা খুব বেশি পার্থক্য গড়ে দেয় না। কারণ, শুধু ৪ নম্বর ব্যাটার বিশ্বকাপ জেতাতে পারে না। এমন কোনও কঠোর নিয়ম নেই যে একজন ব্যাটারকে শুধু ৪ নম্বরেই ব্যাটিং করার সুযোগ দিতে হবে। শুধু ঠিক করে নিতে হবে কে ৪ নম্বরে ব্যাটিং করবে এবং তাকে এই জায়গায় খেলিয়ে যেতে হবে।’
সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না সূর্যকুমার যাদব। এর ফলেই সমস্যা তৈরি হয়েছে। তবে রাহুল ও শ্রেয়াস এশিয়া কাপের দলে ফেরায় মিডল অর্ডারের সমস্যা দূর হবে বলে আশায় ক্রিকেট মহল।
আরও পড়ুন-
প্রয়োজনে সবাইকে যে কোনও পজিশনে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে হবে, বার্তা রোহিতের
স্বপ্নের ওডিআই একাদশ বাছলেন শিখর ধাওয়ান, সেরা ব্যাটার বিরাট কোহলি
Harbhajan Singh : মায়ামিতে পুরনো সতীর্থদের সঙ্গে সমুদ্র ভ্রমণে হরভজন সিং