এশিয়া কাপের সূচিতে হঠাৎ বদলের ঘোষণা, আধ ঘণ্টা দেরিতে শুরু হবে বেশিরভাগ ম্যাচ

Published : Aug 30, 2025, 08:23 PM IST
India Asia Cup 2025 squad

সংক্ষিপ্ত

Asia Cup 2025: কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। এবার টি-২০ ফর্ম্যাটে এই টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। সব দলেরই প্রস্তুতি চলছে। এরই মধ্যে সূচিতে বদলের কথা ঘোষণা করা হল।

DID YOU KNOW ?
এশিয়া কাপে সফলতম ভারত
১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। এই টুর্নামেন্টে সফলতম দল ভারত। গতবারও এশিয়া কাপ জেতে ভারতীয় দল।

Asia Cup 2025 Matches: আসন্ন এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক আগে সূচিতে বদলের কথা ঘোষণা করল এমিরেটস ক্রিকেট বোর্ড (Emirates Cricket Board)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates) প্রচণ্ড গরমের কারণে সন্ধেবেলা শুরু হতে চলা ম্যাচগুলি আধঘণ্টা দেরিতে শুরু হবে। ক্রিকেটার, আম্পায়ার ও দর্শকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ঠিক হয়েছিল, স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬টায় শুরু হবে ম্যাচ। তবে এবার ঠিক হয়েছে, সন্ধে সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায় শুরু হবে ম্যাচ। ভারতের ক্রিকেটপ্রেমীদের অবশ্য এতে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। কারণ, আইপিএল-এর ম্যাচগুলি সন্ধেবেলা শুরু হয় এবং প্রায় মধ্যরাত পর্যন্ত চলে। এশিয়া কাপের ম্যাচগুলিও মধ্যরাত পর্যন্ত চলবে।

১৮টা ম্যাচের সময় বদল

শনিবার এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'এশিয়া কাপের ১৯টা ম্যাচের মধ্যে ১৮টা ম্যাচের সময়ই বদল করা হয়েছে। এই ম্যাচগুলি স্থানীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টায় শুরু হবে।' শুধু একটা ম্যাচের সময়ই বদল করা হয়নি। সেই ম্যাচে ওমানের (Oman) মুখোমুখি হবে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি। স্থানীয় সময় অনুযায়ী এই ম্যাচ শুরু হবে বিকেল চারটেয়। এই একটা ম্যাচই বিকেলে শুরু হবে। বাকি সব ম্যাচই সন্ধেবেলা শুরু হবে। সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের ক্রিকেটাররা প্রচণ্ড রোদ ও গরমে খেলতে অভ্যস্ত। এই কারণেই এই দুই দলের ম্যাচের সময়ে বদল আনা হল না। এই ম্যাচ হবে আবু ধাবির (Abu Dhabi) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে (Zayed Cricket Stadium)।

দুবাই, আবু ধাবিতে এশিয়া কাপ

এবারের এশিয়া কাপের ম্যাচগুলি হবে দুবাই (Dubai) ও আবু ধাবিতে। ৯ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। গ্রুপ এ-তে ভারত-পাকিস্তান ম্যাচই (India versus Pakistan) এশিয়া কাপের সেরা আকর্ষণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫
এবার টি-২০ ফর্ম্যাটে হতে চলেছে এশিয়া কাপ। দুবাই ও আবু ধাবিতে হবে ম্যাচ।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম