Roger Binny: এশিয়া কাপের (Asia Cup 2025) ঠিক আগে বিসিসিআই-তে (BCCI) বড় রদবদল। হঠাৎ পদত্যাগ করলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। তাঁর পরিবর্তে অস্থায়ী সভাপতির দায়িত্ব দেওয়া হল সহ-সভাপতি রাজীব শুক্লাকে (Rajeev Shukla)।
KNOW
BCCI President: বিসিসিআই-এর নিয়ম মেনে ৭০ বছর বয়স পূর্ণ করার পরেই সভাপতি পদ থেকে সরে গেলেন রজার বিনি (Roger Binny)। ১৯ জুলাই তিনি ৭০ বছর পূর্ণ করেছেন। বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, কোনও পদাধিকারীর বয়স ৭০ বছর হয়ে গেলে তাঁর পক্ষে আর পদে থাকা সম্ভব হবে না। এই কারণেই সরে গেলেন বিনি। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর দায়িত্ব নেন বিনি। প্রায় তিন বছর এই পদে থাকার পর তিনি সরে গেলেন। বিনির পরিবর্তে বিসিসিআই-এর অস্থায়ী সভাপতি হলেন সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)। এখন তাঁর বয়স ৬৫ বছর। ২০২০ সাল থেকে বিসিসিআই-এর সহ-সভাপতির দায়িত্বে আছেন শুক্লা। বিসিসিআই-এর পরবর্তী বার্ষিক সাধারণ সভা (BCCI Annual General Meeting) পর্যন্ত বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন শুক্লা।
আগামী মাসেই বিসিসিআই-এর নতুন স্থায়ী সভাপতি?
আগামী মাসে হতে পারে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা। এই সভাতেই নতুন স্থায়ী সভাপতি বেছে নেওয়া হতে পারে। সম্প্রতি সংসদে পাশ হয়েছে জাতীয় ক্রীড়া বিল (The National Sports Governance Bill, 2025)। এই বিলে বলা হয়েছে, বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থাগুলির পদাধিকারীরা ৭৫ বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারবেন। ফলে অনেকেই মনে করছিলেন, আপাতত পদে থাকতে পারেন বিনি। কিন্তু বিসিসিআই-এর নিজস্ব সংবিধান মেনে তিনি সরে গেলেন। তবে এরপরেও অন্য কোনও ভূমিকায় বিসিসিআই-এর সঙ্গে যুক্ত থাকতে পারেন বিনি।
বিসিসিআই-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে জাতীয় ক্রীড়া বিল?
বিসিসিআই-এর ক্ষেত্রে জাতীয় ক্রীড়া বিল প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে এখন পর্যালোচনা করছেন বিসিসিআই-এর আইনজীবীরা। এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘সম্প্রতি জাতীয় ক্রীড়া বিল পাশ হয়েছে। ফলে এই বিল খতিয়ে দেখার জন্য আমাদের কাছে কিছু সময় আছে। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ঠিকমতো আলোচনা করতে পারি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


