
India vs Pakistan: এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 Final) পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয়কে 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফল একই হয়েছে - ভারত জিতেছে। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।’ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানে অভিযান চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। সেই অভিযানেরই নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। এবারের এশিয়া কাপে এই দুই ঘটনার প্রভাব পড়েছে। তিনবার পাকিস্তানের মুখোমুখি হলেও, ভারতের কোনও ক্রিকেটারই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। সুপার ফোরেের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রউফ (Haris Rauf) যুদ্ধবিমান ধ্বংসের ভঙ্গি করেন। রবিবার ফাইনালে তাঁকে বোল্ড করে সেই একই ভঙ্গি করেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পাকিস্তানের পক্ষ থেকে মাঠে ও মাঠের বাইরে নানা প্ররোচনা দেওয়া হলেও, পারফরম্যান্সের মাধ্যমেই তার জবাব দিল ভারতীয় দল।
এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাটিং করতে নেমে ২০ রানের মধ্যে দুই ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুবমান গিল (Shubman Gill) এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই অবস্থা থেকে তিলক ভার্মা (Tilak Varma), সঞ্জু স্যামসন (Sanju Samson) ও শিবম দুবের (Shivam Dube) লড়াইয়ের সুবাদে ৫ উইকেটে জয় পায় ভারতীয় দল। পাকিস্তান শিবিরে যে জয়ের আশা তৈরি হয়েছিল, তা চুরমার করে দিলেন তিলকরা।
এশিয়া কাপে সফলতম দল ভারত এবার নবম খেতাব জিতল। পরপর দু'বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। ফাইনাল-সহ তিন ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় স্মরণীয় হয়ে রইল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।