India vs Pakistan: এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তানের মধ্যে মাঠে যেমন লড়াই চলছে, তেমনই মাঠের বাইরের ঘটনার প্রভাবও দেখা যাচ্ছে। রবিবার এশিয়া কাপ ফাইনালেও সেটা দেখা গেল।

DID YOU
KNOW
?
এশিয়া কাপ ফাইনাল
প্রথমবার এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারতীয় দল।

Asia Cup 2025 Final: রবিবার এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে (Haris Rauf) বোল্ড করে তাঁকে ব্যঙ্গ করলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সুপার ফোর পর্যায়ের ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় ভারতীয়দের উদ্দেশ্যে যুদ্ধবিমান ধ্বংসের ভঙ্গি করেন রউফ। এদিন তাঁকে বোল্ড করার পর একই ভঙ্গি করেন বুমরা। চার বল খেলে ছয় রান করে আউট হয়ে যান রউফ। তিনি বুমরার ইয়র্কার সামাল দিতে পারেননি। ১৪১ রানের মাথায় নবম উইকেট হারায় পাকিস্তান। শেষপর্যন্ত তারা ১৪৬ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের ইনিংসের শুরুতে মনে হচ্ছিল তারা বিশাল স্কোর করবে। তবে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান দল।

ভারত-পাকিস্তান ম্যাচে 'অপারেশন সিঁদুর'-এর প্রভাব

এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে (India vs Pakistan) পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) এবং 'অপারেশন সিঁদুর'-এর প্রভাব দেখা গিয়েছে। গ্রুপ এ-র ম্যাচে পাকিস্তানকে হারানোর পর সেই জয় সশস্ত্রবাহিনী (Armed Forces) ও পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রিয়জনকে হারানো পরিবারগুলিকে উৎসর্গ করেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এরপর সুপার ফোরের ম্যাচে গ্যালারির দিকে গুলি চালানোর ভঙ্গি করেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। এই ম্যাচেই প্ররোচনামূলক আচরণ করেন রউফ। পাকিস্তানের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে। যদিও ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধবিমানের বিষয়ে নানারকম সংখ্যার কথা বলছে পাকিস্তান। রউফ সেই যুদ্ধবিমান ধ্বংসের ভঙ্গিই করেন। তাঁকে পাল্টা ব্যঙ্গ করলেন বুমরা।

Scroll to load tweet…

এশিয়া কাপ ফাইনালে জমজমাট লড়াই

এবারের এশিয়া কাপে গ্রুপ ও সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। তবে রবিবার ফাইনালে দুর্দান্ত লড়াই চলছে। কোন দল জয় পাবে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। ব্যাটিং করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।