এশিয়া কাপ ২০২৫: ভারত-পাকিস্তান ম্যাচে প্ররোচনামূলক আচরণের জন্য হ্যারিস রউফের শাস্তি

Published : Sep 26, 2025, 06:47 PM ISTUpdated : Sep 26, 2025, 07:00 PM IST
Haris Rauf

সংক্ষিপ্ত

Asia Cup 2025: এশিয়া কাপ ফাইনালের আগে পাকিস্তানের (Pakistan) উপর চাপ বাড়ল। ভারতের বিরুদ্ধে ম্যাচে প্ররোচনামূলক আচরণ করে রেহাই পেলেন না পাকিস্তানের ক্রিকেটাররা।

DID YOU KNOW ?
প্রথমবার ভারত-পাক ফাইনাল
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল।

India vs Pakistan: নিজেদের নির্দোষ বলে দাবি করার পরেও রেহাই পেলেন না পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস রউফ (Haris Rauf) ও সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন মাঠেই প্ররোচনামূলক আচরণের জন্য এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নিল আইসিসি (ICC)। রউফের ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই পেসারকে ভর্ৎসনা করা হয়েছে। তাঁর আচরণ সঙ্গত নয় বলে জানানো হয়েছে। শুক্রবারই এই দুই ক্রিকেটার আইসিসি-র শুনানির মুখোমুখি হন। তাঁরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন। কিন্তু সেই যুক্তিতে কান দেয়নি আইসিসি। তবে রউফের জরিমানা হলেও, সাহিবজাদার জরিমানা হয়নি। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যাটার আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করেছেন। এই কারণে তাঁকে ভর্ৎসনা করা হয়েছে। আপাতত কোনও শাস্তি দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে একই ধরনের আচরণ করলে শাস্তি পেতে পারেন সাহিবজাদা। রবিবার এশিয়া কাপ ফাইনাল। তার আগে দুই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি ব্যবস্থা নেওয়ায় পাকিস্তান দলের উপর চাপ বাড়ল।

বিসিসিআই-এর অভিযোগের ভিত্তিতে শাস্তি

গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন রউফ ও সাহিবজাদার আচরণ নিয়ে আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করে বিসিসিআই (BCCI)। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার শুনানি হয়। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের (Richie Richardson) সঙ্গে শুনানিতে ছিলেন স্যালি হিগিনস (Sally Higgins)। পাকিস্তানের দুই ক্রিকেটার ছাড়াও শুনানির সময় ছিলেন দলের ম্যানেজার নাভিদ চিমা (Naveed Cheema)। শুনানিতে দুই পাকিস্তানি ক্রিকেটার দাবি করেন, তাঁরা প্ররোচনামূলক আচরণ করেননি। তাঁরা নিজেদের নির্দোষ বলেও দাবি করেন। কিন্তু তাতে শাস্তি এড়াতে পারলেন না।

রবিবার এশিয়া কাপ ফাইনাল

প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই হতে চলেছে। এবারের এশিয়া কাপে দু'বার পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। রবিবার ফাইনালেও সহজ জয় পাওয়ার আশায় ভারতীয় শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এশিয়া কাপ ফাইনালের আগেই চাপে পাকিস্তান দল
শুক্রবার পাকিস্তানের ২ ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল আইসিসি।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?