প্রসঙ্গত, গ্রুপ পর্বের ম্যাচে ‘নো হ্যান্ডশেক' বিতর্কের পর, পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে পিসিবি জানায়, “টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আগাকে তাদের প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দেন।" আইসিসি যে এইসব আজব দাবিতে একেবারেই কর্ণপাত করেনি, সেটা আবারও পরিষ্কার।