Asia Cup 2025: ওমানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট করতেই নামেননি। তিনি বাকিদের এগিয়ে দেন এই ম্যাচে। কিন্তু ম্যাচ শেষে, হৃদয় জিতে নিলেন তিনি।

Asia Cup 2025: ক্রিকেটপ্রেমীদের মুখে যেন শুধুই সূর্যর প্রশংসা (india vs oman cricket scorecard)। চলতি এশিয়া কাপে শুক্রবার, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। কিন্তু আবু ধাবিতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে দুরন্ত লড়াই করে ওমান (t20 asia cup 2025)। 

পেপ টক দেন ভারত অধিনায়ক

কিন্তু ওমানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট করতেই নামেননি। তিনি বাকিদের এগিয়ে দেন এই ম্যাচে। কিন্তু ম্যাচ শেষে, হৃদয় জিতে নিলেন তিনি। কারণ, ওমানের লড়াইকে কুর্নিশ জানিয়ে, ম্যাচের পর ক্রিকেটারদের দিকে এগিয়ে যান এবং পেপ টক দেন ভারত অধিনায়ক। 

Scroll to load tweet…

উল্লেখ্য, এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে এটি ছিল নিয়মরক্ষার ম্যাচ। ফলে, ব্যাটিং গভীরতাটা একটু মেপে নিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষা চালালেন সূর্য। সাধারণত তিন নম্বরে ব্যাট করতে নামেন তিনি। কিন্তু আবু ধাবিতে হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং কুলদীপ যাদবরা নামিয়ে দিয়ে সূর্য কিন্তু ব্যাট করতে নামেননি। 

অন্যদিকে, ক্রিকেটারদের সূর্যর পেপটক দেওয়া নিয়ে ওমান অধিনায়ক যতিন্দর সিং জানান, “আমি সূর্যকুমার যাদবের কাছে ভীষণভাবেই কৃতজ্ঞ। ও নিজে এসে আমাদের দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছে এবং পরামর্শ দিয়েছে। ও বলছিল, কীভাবে টি-২০ খেলাটাকে বুঝতে হয়। ঠিক কীভাবে খেলতে হয়। আমার দলের ছেলেরাও ওকে অনেক প্রশ্ন করছিল। যেন একটা প্রশ্নোত্তর পর্ব চলছিল এবং ওর কথা শুনে টি-২০ ক্রিকেট সম্পর্কে ধারণা আরও স্বচ্ছ হয়েছে আমাদের। সূর্য নিজেও আমাদের খুব প্রশংসা করেছে।”

তিনি আরও যোগ করেন, “যদি আমরা ভারতে আসার সুযোগ পাই এবং ভারতের ঘরকে নিজেদের ঘরের মতো অনুভব করতে পারি এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করতে পারি, তাহলে সেটা আমাদের দারুণভাবে সাহায্য করবে। আমাদের স্কিল, মানসিকতা এবং ফিটনেস নিয়ে অনেক বেশি করে খাটতে পারব। আশা করছি, ওরা আমাদের সাহায্য করবেন।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।