এশিয়া কাপ ২০২৫: ওমানের বিরুদ্ধে ম্যাচে বিশ্রামে বুমরা, খেলছেন আর্শদীপ

Published : Sep 19, 2025, 07:58 PM IST
Arshdeep Singh

সংক্ষিপ্ত

Asia Cup 2025: শুক্রবার চলতি এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচ। ওমানের বিরুদ্ধে (India vs Oman) এই ম্যাচের পর সুপার ফোর পর্যায়ের ম্যাচ খেলবে ভারতীয় দল। ওমানের বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক বদল করা হয়েছে।

DID YOU KNOW ?
ভারত-পাকিস্তান লড়াই
রবিবার চলতি এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচেও জয়ের লক্ষ্যে সূর্যকুমার যাদবরা।

India vs Oman: প্রত্যাশামতোই ওমানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল করা হল। জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে খেলার সুযোগ পেলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এই ম্যাচে উইকেট পেলেই জোড়া রেকর্ড গড়বেন আর্শদীপ। তিনি ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে শততম উইকেট নেওয়া থেকে একধাপ দূরে। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়তে পারেন আর্শদীপ। তাঁর পাশাপাশি ওমানের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন হর্ষিত রানা (Harshit Rana)। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates) ও পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয় পাওয়ার পর এবার ওমানের বিরুদ্ধেও সহজ জয় ছাড়া কিছু ভাবছে না ভারতীয় দল।

২ দলের হয়ে কারা খেলছেন?

ওমানের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে খেলছেন- অভিষেক শর্মা (Abhishek Sharma), শুবমান গিল (Shubman Gill), সঞ্জু স্যামসন (Sanju Samson) (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) (অধিনায়ক), তিলক ভার্মা (Tilak Varma), শিবম দুবে (Shivam Dube), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল (Axar Patel), হর্ষিত রানা, আর্শদীপ সিং ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ওমানের হয়ে খেলছেন- আমির কলিম (Aamir Kaleem), যতীন্দর সিং (Jatinder Singh) (অধিনায়ক), হাম্মাদ মির্জা (Hammad Mirza), বিনায়ক শুক্লা (Vinayak Shukla) (উইকেটকিপার), শাহ ফয়সল (Shah Faisal), আরিয়ান বিস্ত (Aryan Bisht), মহম্মদ নাদিম (Mohammad Nadeem), শাকিল আহমেদ (Shakeel Ahmed), সময় শ্রীবাস্তব (Samay Shrivastava) ও জিতেন রামান্দি (Jiten Ramanandi)।

বড় স্কোরের লক্ষ্যে ব্যাটাররা

সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে কোনওরকম পরীক্ষার মুখে পড়তে হয়নি। ওমানের বোলিং লাইনআপও শক্তিশালী নয়। ফলে এই ম্যাচে বড় স্কোরই ভারতের ব্যাটারদের লক্ষ্য। বিশেষ করে যাঁরা সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি, তাঁরা ম্যাচ অনুশীলন সেরে নিতে চাইছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০০
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১০০ উইকেটের লক্ষ্যে আর্শদীপ
ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ উইকেট নেওয়ার লক্ষ্যে আর্শদীপ সিং।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম