
Asia Cup 2025: শুক্রবার ওমানের বিরুদ্ধে (India vs Oman) তো বটেই, রবিবার পাকিস্তানের বিরুদ্ধেও (India vs Pakistan) ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়ার পরামর্শ দিচ্ছেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস, জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত। ওমানের বিরুদ্ধে তো বটেই, এমনকী পাকিস্তানেরক বিরুদ্ধে ম্যাচেও বুমরাকে বিশ্রাম দেওয়া যেতে পারে। রবিবার, ২৮ তারিখ আরও বড় ম্যাচ রয়েছে। সেই ম্যাচ শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে। সেই ম্যাচে যাতে বুমরা খেলার জন্য তৈরি থাকে, তা নিশ্চিত করা হোক। ভারতীয় দলের সেই লক্ষ্যে পরিকল্পনা করা উচিত। যারা খেলার সুযোগ পাচ্ছে না, তাদের দলে নেওয়া হোক। বুমরাকে বিশ্রাম দেওয়ার জন্য দলের বাইরে রাখা হোক।’
গাভাসকর বুঝিয়ে দিয়েছেন, এই মুহূর্তে পাকিস্তান দলের যা হাল, তাতে তাদের হারানোর জন্য ভারতীয় দলে বুমরাকে দরকার নেই। পাকিস্তানের চেয়ে ভালো জায়গায় আছে শ্রীলঙ্কা। গ্রুপ বি-তে তিন ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই কারণে পাকিস্তানের বিরুদ্ধে বুমরাকে বিশ্রাম দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এই পেসারকে তরতাজা অবস্থায় ভারতীয় দলে দেখতে চাইছেন গাভাসকর।
ওমানের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং বিভাগ সম্পর্কে গাভাসকর বলেছেন, ‘আমি চাইব ভারতীয় দল প্রথমে ব্যাটিং করুক। একই ওপেনিং জুটি থাকুক। তিন নম্বরে বদল করা যেতে পারে। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) হয়তো ব্যাটিং অর্ডারে নেমে যেতে পারে। তিলক ভার্মাকে (Tilak Verma) ক্রিজে কিছুটা সময় কাটানোর সুযোগ দিতে পারে। সঞ্জু স্যামসনকেও (Sanju Samson) শট খেলার সুযোগ দেওয়া যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই শুধু নয়, সুপার ফোরে শ্রীলঙ্কা, বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে ম্যাচের আগেও ভারতের ব্যাটারদের অনুশীলন হয়ে যাবে। বোলারদের চেয়ে ব্যাটারদের প্রস্তুতি বেশি জরুরি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।