এশিয়া কাপ ২০২৫: 'পাকিস্তানের বিরুদ্ধে বুমরাকে বিশ্রাম দেওয়া হোক,' পরামর্শ গাভাসকরের

Published : Sep 19, 2025, 03:26 PM IST
jasprit bumrah

সংক্ষিপ্ত

India vs Pakistan: রবিবার চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) দ্বিতীয়বার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। গ্রুপের ম্যাচে জয় পাওয়ার পর সুপার ফোর পর্যায়েও জয়ের লক্ষ্যে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।

DID YOU KNOW ?
এশিয়া কাপ ২০২৫
এশিয়া কাপের ইতিহাসে দুই সফলতম দল ভারত ও শ্রীলঙ্কা। ভারত ৮ বার এবং শ্রীলঙ্কা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে।

Asia Cup 2025: শুক্রবার ওমানের বিরুদ্ধে (India vs Oman) তো বটেই, রবিবার পাকিস্তানের বিরুদ্ধেও (India vs Pakistan) ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়ার পরামর্শ দিচ্ছেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস, জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত। ওমানের বিরুদ্ধে তো বটেই, এমনকী পাকিস্তানেরক বিরুদ্ধে ম্যাচেও বুমরাকে বিশ্রাম দেওয়া যেতে পারে। রবিবার, ২৮ তারিখ আরও বড় ম্যাচ রয়েছে। সেই ম্যাচ শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে। সেই ম্যাচে যাতে বুমরা খেলার জন্য তৈরি থাকে, তা নিশ্চিত করা হোক। ভারতীয় দলের সেই লক্ষ্যে পরিকল্পনা করা উচিত। যারা খেলার সুযোগ পাচ্ছে না, তাদের দলে নেওয়া হোক। বুমরাকে বিশ্রাম দেওয়ার জন্য দলের বাইরে রাখা হোক।’

পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছেন না গাভাসকর

গাভাসকর বুঝিয়ে দিয়েছেন, এই মুহূর্তে পাকিস্তান দলের যা হাল, তাতে তাদের হারানোর জন্য ভারতীয় দলে বুমরাকে দরকার নেই। পাকিস্তানের চেয়ে ভালো জায়গায় আছে শ্রীলঙ্কা। গ্রুপ বি-তে তিন ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই কারণে পাকিস্তানের বিরুদ্ধে বুমরাকে বিশ্রাম দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এই পেসারকে তরতাজা অবস্থায় ভারতীয় দলে দেখতে চাইছেন গাভাসকর।

ব্যাটিং অর্ডারে বদল চাইছেন গাভাসকর

ওমানের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং বিভাগ সম্পর্কে গাভাসকর বলেছেন, ‘আমি চাইব ভারতীয় দল প্রথমে ব্যাটিং করুক। একই ওপেনিং জুটি থাকুক। তিন নম্বরে বদল করা যেতে পারে। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) হয়তো ব্যাটিং অর্ডারে নেমে যেতে পারে। তিলক ভার্মাকে (Tilak Verma) ক্রিজে কিছুটা সময় কাটানোর সুযোগ দিতে পারে। সঞ্জু স্যামসনকেও (Sanju Samson) শট খেলার সুযোগ দেওয়া যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই শুধু নয়, সুপার ফোরে শ্রীলঙ্কা, বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে ম্যাচের আগেও ভারতের ব্যাটারদের অনুশীলন হয়ে যাবে। বোলারদের চেয়ে ব্যাটারদের প্রস্তুতি বেশি জরুরি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৮
২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ।
এবারের এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ফলে এই দুই দলের লড়াই আকর্ষণীয় হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম