এশিয়া কাপ ২০২৫: ওমানের বিরুদ্ধে টসের সময় রোহিত শর্মা হয়ে উঠলেন সূর্যকুমার যাদব

Published : Sep 19, 2025, 09:24 PM ISTUpdated : Sep 19, 2025, 09:36 PM IST
Suryakumar Yadav-Rohit Sharma

সংক্ষিপ্ত

India vs Oman: শুক্রবার এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এই ম্যাচ শুরু হওয়ার আগে টসের সময় হাস্যকর কাণ্ড করে বসলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

DID YOU KNOW ?
সব ভুলে যান রোহিত শর্মা
ভারতের ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা প্রায়ই অনেককিছু ভুলে যান। এবার টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও সতীর্থর নাম ভুলে গেলেন।

Asia Cup 2025: চলতি এশিয়া কাপে ভারতীয় দলে না থেকেও আছেন টি-২০ ফর্ম্যাটে বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার ওমানের বিরুদ্ধে ম্যাচ (India vs Oman) শুরু হওয়ার আগে টসের সময় রোহিতকে স্মরণ করলেন ভারতের টি-২০ দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনিই এদিন টসে জেতেন। তারপর ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর (Ravi Shastri) সঙ্গে কথা শুরু করেন ভারতের অধিনায়ক। দল সম্পর্কে তিনি জানান, 'আমাদের দলে দু'টি বদল হয়েছে। হর্ষিত (রানা) (Harshit Rana) দলে এসেছে। আর একজন দলে এসেছে। দ্বিতীয় জনের নাম মনে করতে পারছি না। আমি রোহিতের মতো হয়ে গিয়েছি।' সূর্যকুমার যাঁর নাম ভুলে গিয়েছিলেন, তিনি হলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। অতীতে রোহিত দলের খেলোয়াড়ের নাম ভুলে গিয়েছেন। এবার সূর্যকুমারও সতীর্থর নাম ভুলে গেলেন।

বারবার সব ভুলে যেতেন রোহিত

রোহিত শুধু নিজের দলের খেলোয়াড়দের নামই ভুলে যেতেন না, আরও অনেককিছুই ভুলে যেতেন। তিনি হোটেলের ঘরে আইপ্যাড (iPad) ফেলে রেখে অন্যত্র চলে গিয়েছেন, পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। রোহিতের এই ভুলো মন নিয়ে সতীর্থরা রসিকতা করেন। এবার সূর্যকুমারকে নিয়েও রসিকতা শুরু হয়েছে। শাস্ত্রীও মজা করে জিজ্ঞাসা করেন, দ্বিতীয় খেলোয়াড় মর্নি মর্কেল (Morne Morkel)। দক্ষিণ আফ্রিকার (South Africa) এই প্রাক্তন পেসার এখন ভারতীয় দলের বোলিং কোচ। এই কারণেই তাঁর নাম উল্লেখ করেন শাস্ত্রী। তাঁর কথা শুনে হেসে ফেলেন সূর্যকুমার

ওমানের বিরুদ্ধে লোয়ার অর্ডারে সূর্যকুমার

রবিবার সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ (India vs Pakistan)। সেই ম্যাচের আগে দুর্বল দল ওমানের বিরুদ্ধে যাতে দলের সবাই ব্যাটিং করার সুযোগ পান, তা নিশ্চিত করার জন্য নিজেকে ব্যাটিং অর্ডারে পিছিয়ে দিলেন সূর্যকুমার। অধিনায়ক হিসেবে দায়িত্ববোধের পরিচয় দিলেন তিনি। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য। সেই কারণেই দলের সবাইকে তৈরি রাখছেন সূর্যকুমার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ওমানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে জোড়া পরিবর্তন
শুক্রবার এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে জোড়া বদল হয়েছে বলে জানান অধিনায়ক সূর্যকুমার যাদব।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম