India vs Pakistan: দেশজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাকের প্রভাব যে ভারতীয় দলের উপর পড়েছে, তা এশিয়া কাপের (Asia Cup 2025) এই ম্যাচে টসের সময়ই বোঝা গেল।
KNOW
Asia Cup 2025: বিসিসিআই-এর (BCCI) সিদ্ধান্ত অনুযায়ী এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ (India vs Pakistan) খেলতে নামলেও, পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগার (Salman Ali Agha) সঙ্গে করমর্দন করলেন না ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) টসের সময় দুই অধিনায়কের সঙ্গে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রধান কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী (Ravi Shastri)। দুই অধিনায়ক তাঁর দুই পাশে ছিলেন। তবে তাঁরা করমর্দন এড়িয়ে যান। ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, ম্যাচের দু'ঘণ্টা আগে সূর্যকুমার টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন, তিনি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে করমর্দন করবেন না। তবে সতীর্থদের সিদ্ধান্ত তাঁদের উপরেই ছেড়ে দিয়েছেন ভারতের অধিনায়ক। তিনি বলেছেন, পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন কি না, তা একান্তই ভারতীয় ক্রিকেটারদের ইচ্ছার উপর নির্ভর করছে।
পাক অধিনায়কের সঙ্গে কথাও বললেন না সূর্যকুমার
এই ম্যাচের আগে দুই অধিনায়ক যখন টসের জন্য মাঠের মাঝখানে যাচ্ছিলেন, তখনও পাক অধিনায়কের সঙ্গে বিশেষ কথা বলেননি সূর্যকুমার। তবে দুই অধিনায়কই শাস্ত্রীর সঙ্গে কথা বলেন। সূর্যকুমার ও সলমন টসের ফলের পরিপ্রেক্ষিতে নিজেদের দলের পরিকল্পনার কথা জানান। তবে তাঁরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলেননি। টস-পর্ব মিটে যাওয়ার পর দুই অধিনায়ক বিপরীত দিকে হেঁটে চলে যান। তাঁরা পরস্পরের সঙ্গে কথা বলা বা শুভেচ্ছা জানানো এড়িয়ে যান।
দেশবাসীর আবেগের প্রতি শ্রদ্ধাশীল ভারতীয় দল
এই ম্যাচের আগে বিভিন্ন মহল থেকে বয়কটের দাবি জানানো হয়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পরিপ্রেক্ষিতে অনেকেই বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হওয়ায় অনেকেই ক্রিকেটারদেরও সমালোচনা করেন। তবে সূর্যকুমার বুঝিয়ে দিলেন, দেশবাসীর আবেগের প্রতি তিনি শ্রদ্ধাশীল। ম্যাচ খেলতে হলেও, পাকিস্তানের প্রতি কোনওরকম সৌজন্যবোধ নেই ভারতের অধিনায়কের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


