Asia Cup 2025: চার-ছক্কার ফুলঝুরি! পাকিস্তানকে 'অউকাত' বোঝালেন তরুণ তিলক

Published : Sep 29, 2025, 01:12 AM ISTUpdated : Sep 29, 2025, 02:02 AM IST
Asia Cup 2025

সংক্ষিপ্ত

Asia Cup 2025: এই জয়ের পিছনে অন্যতম অবদান ভারতের তরুণ ব্যাটার তিলক ভার্মার। তাঁর ৫৩ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদেই, চলতি এশিয়া কাপে পাকিস্তানকে তৃতীয়বার হারাল ভারত। বলা যেতে পারে, পাক বধের হ্যাটট্রিক।

Asia Cup 2025: এশিয়া কাপের ফাইনালে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার (india vs pakistan asia cup 2025 final)। কার্যত, রুদ্ধশ্বাস ফাইনালের শেষ ওভারে জয় ছিনিয়ে নিল ভারত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, মেগা এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান (pak vs ind)। 

 

 

সেই ম্যাচেই ৫ উইকেটে জয়ী সূর্যকুমার যাদবরা। আর এই জয়ের পিছনে অন্যতম অবদান ভারতের তরুণ ব্যাটার তিলক ভার্মার। তাঁর ৫৩ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদেই, চলতি এশিয়া কাপে পাকিস্তানকে তৃতীয়বার হারাল ভারত। বলা যেতে পারে, পাক বধের হ্যাটট্রিক। 

 

 

তিলক ভার্মা যেন বুঝিয়ে দিলেন, ভারতের সঙ্গে লড়াই অত সহজ নয়। আসলে ক্রিকেটীয় শক্তিতে যে ভারতের থেকে পাকিস্তান অনেকগুণ পিছিয়ে রয়েছে, সেটা আরও একবার বুঝিয়ে দেওয়ার দরকার ছিল। মাঠের বাইরে এবং ভিতরে তাদের নানারকমের আচরণের জবাব একেবারে সুদে-আসলে ২২ গজে বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার তিলক ভার্মা। 

১৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে, ভারতের ওপেনিং এবং মিডল অর্ডার যখন একটু হোঁচট খেল, তখনই জ্বলে উঠল তিলকের ব্যাট। তাঁর ৬৯ রানের ইনিংসের মধ্যে রয়েছে ৩টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইক রেট ১৩০.১৯। শেষপর্যন্ত, অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। 

তিলক ভার্মা যেন এদিন আবারও পাকিস্তানকে বুঝিয়ে দিলেন, 'অউকাত' বলে একটা বিষয় আছে। আর সেইদিক থেকে ভারতের ধারকাছে নেই পাকিস্তান। ভারত জগৎসভায় শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে এবং শ্রেষ্ঠই থাকবে। তাই দেশের জন্য ঠিক সময়মতো জ্বলে উঠবে কোনও না কোনও সৈনিকের ব্যাট। রবিবার, সেই কাজটাই করলেন তিলক এবং জিতে নিলেন আপামর ভারতবাসীর মন।    

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা