Asia Cup 2025: টসে জিতে বোলিং নিল ভারত, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে কারা খেলছেন?

Published : Sep 28, 2025, 07:34 PM IST
Asia Cup 2025

সংক্ষিপ্ত

Asia Cup 2025: প্রসঙ্গত, চলতি এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এরপর সুপার ফোরের লড়াইতেও জয় ছিনিয়ে এনেছেন সূর্যকুমার যাদবরা।

Asia Cup 2025: এশিয়া কাপের ফাইনালে মহারণ। মুখোমুখি ভারত বনাম পাকিস্তান (ind vs pak asia cup final)। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, মেগা টুর্নামেন্ট এশিয়া কাপের ফাইনালে খেলতে নামছে ভারত বনাম পাকিস্তান। আর এই ম্যাচ ঘিরে ক্রমশই যেন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ষষ্ঠীতে মা দুর্গার বোধনের সঙ্গে সঙ্গেই পাক বধ করতে চাইবে ভারত (india pakistan final match)। 

 

 

টসে জিতে বোলিং টিম ইন্ডিয়ার

সেই ম্যাচেই টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রসঙ্গত, চলতি এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এরপর সুপার ফোরের লড়াইতেও জয় ছিনিয়ে এনেছেন সূর্যকুমার যাদবরা। এবার ফাইনালে পাক ক্রিকেট দলকে হারাতে পারলেই, এই প্রতিযোগিতায় পাকিস্তানকে হারানোর হ্যাটট্রিক করে ফেলবেন অভিষেক শর্মারা। 

তবে টিম ইন্ডিয়া যা ফর্মে রয়েছে, তাতে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে গৌতম গম্ভীরের ছেলেদের। ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং ফাইনালে ভারতের জন্য বড় ভরসা। এছাড়াও সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব নিজে এবং হার্দিকরা তো আছেনই। 

সবথেকে বড় বিষয় হল, ভারতের স্পিন বোলিং জুটি। যে জায়গায় কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী অনেকটাই ভরসা দিচ্ছেন দলকে। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী

পাকিস্তানঃ সাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হোসেন তালাত, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হ্যারিস রাউফ, আবরার আহমেদ

অর্থাৎ, পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে দলে নেই হার্দিক। তাঁর বদলে ভারতের প্রথম একাদশে সুযোগ পেলেন কেকেআর ব্যাটার রিঙ্কু সিং। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম