'সরকারের কথাই মেনে চলব,' এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বার্তা আইপিএল চেয়ারম্যানের

Published : Sep 12, 2025, 09:17 PM IST
India vs Pakistan

সংক্ষিপ্ত

India vs Pakistan: বিভিন্ন মহল থেকে এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি জানানো হচ্ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার (Government of India) সেরকম কোনও নির্দেশ না দেওয়ায় বয়কটের পথে হাঁটেনি বিসিসিআই (BCCI)।

DID YOU KNOW ?
এশিয়া কাপ ২০২৫
এবারের এশিয়া কাপ হচ্ছে টি-২০ ফর্ম্যাটে। এই ফর্ম্যাটে বিশ্বসেরা ভারতীয় দল। ফলে খেতাব ধরে রাখতে পারেন সূর্যকুমার যাদবরা।

Asia Cup 2025: বিসিসিআই-এর (BCCI) সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ (India vs Pakistan) বয়কট না করার পক্ষে মতপ্রকাশ করলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (IPL chairman Arun Dhumal)। তিনি বলেছেন, ‘আমি টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাতে চাই। সরকার (Government of India) অবস্থান স্পষ্ট করে দিয়েছে। আমরা পাকিস্তানে খেলতে যাব না। কিন্তু আমরা ওদের বিরুদ্ধে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) বা আইসিসি-র (International Cricket Council) ইভেন্টে ওদের বিরুদ্ধে খেলব। সরকার যে কথা বলছে আমরা সেই অনুযায়ী চলব।’ এর আগে বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দেবে, তা মেনে চলা হবে। আইপিএল চেয়ারম্যানও সে কথাই বললেন।

পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ভারতীয় দল

রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium)। বিভিন্ন মহল থেকে এই ম্যাচ বয়কট করার দাবি জানানো হয়। সুপ্রিম কোর্টেও (Supreme Court of India) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়। তবে শীর্ষ আদালত সেই আবেদনে সাড়া দেয়নি। ফলে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে। সবারই আশা, ভারতীয় দল এই ম্যাচে সহজ জয় পাবে।

এশিয়া কাপে তিনবার ভারত-পাক ম্যাচ?

এবারের এশিয়া কাপে তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। রবিবার গ্রুপের ম্যাচ হচ্ছে। ভারতের মতোই পাকিস্তানও সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে বলে আশা করা যায়। ফলে সুপার ফোরেও ভারত-পাক লড়াই দেখা যাবে। এরপর দুই দল যদি ফাইনালে পৌঁছে যায়, তাহলে ফের লড়াই হবে। এশিয়া কাপের চার দশকের ইতিহাসে এখনও পর্যন্ত কোনওবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়নি ভারতীয় দল। এবার সংযুক্ত আরব আমিরশাহিতে যদি সেটা হয়, তাহলে এই টুর্নামেন্টে নজিরবিহীন ঘটনা দেখা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ
বিভিন্ন মহল থেকে বয়কটের দাবি সত্ত্বেও রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড