India vs Pakistan: রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান ম্যাচ। ব্যাট-বলের লড়াই হবে ২২ গজে। কিন্তু মাঠের বাইরের বিভিন্ন ঘটনার প্রভাব এই ম্যাচে পড়ছে। সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত অনেকেও প্রভাবিত।
KNOW
Punjab Kings on India-Pakistan Match: রবিবার চলতি এশিয়া কাপে ভারতীয় দলের দ্বিতীয় ম্যাচ। কিন্তু কাদের বিরুদ্ধে খেলবেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav), কুলদীপ যাদবরা? (Kuldeep Yadav) আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল দেখে সেটা বোঝার উপায় নেই। গত এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতীয় দলকে এবারের টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতের অধিনায়ক সূর্যকুমার, সহ-অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) ছবি আছে। রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) ম্যাচ শুরু হবে, সে কথাও উল্লেখ করা হয়েছে। কিন্তু ভারতের প্রতিপক্ষ দলের নাম ফাঁকা রাখা হয়েছে। পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি।
পাকিস্তানকে বয়কট পাঞ্জাব কিংসের
পাঞ্জাব কিংস স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, ভারতীয় দলের জয় চাইলেও, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পক্ষে নয় তারা। এই ফ্র্যাঞ্চাইজির কর্ণধার প্রীতি জিন্টা (Preity Zinta) বরাবরই ভারতীয় সেনাবাহিনীর পাশে আছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পরিপ্রেক্ষিতে অনেক প্রাক্তন ক্রিকেটার ও সাধারণ ভারতীয়দের পাশাপাশি প্রীতিও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের বিরোধী। এই কারণেই তাঁর ফ্র্যাঞ্চাইজি অভিনব উপায়ে পাকিস্তানকে বয়কট করল।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা
ভারতীয় দল যাতে পাকিস্তানের বিরুদ্ধে না খেলে, সেই নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) মামলা দায়ের করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালতের বিচারপতিরা জরুরি ভিত্তিতে এই আর্জির শুনানিতে রাজি হননি। ফলে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে। যদিও অনেকেই এই ম্যাচের পক্ষে নন। টিকিট বিক্রির হাল খুব খারাপ। শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধেকেরও বেশি টিকিট অবিক্রিত। ফলে রবিবার দুবাইয়ের গ্যালারিতে অনেক আসনই ফাঁকা থাকতে পারে। পাকিস্তানিদের মধ্যে এই ম্যাচ নিয়ে আগ্রহ-উৎসাহ থাকলেও, ভারতের ক্রিকেটপ্রেমীদের উৎসাহে ঘাটতি দেখা যাচ্ছে। এই কারণেই টিকিট বিক্রি হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


