দলে জায়গা হারানোর আশঙ্কায় চোট নিয়েই খেলেন পাক ক্রিকেটাররা, বিস্ফোরক উমর গুল

Published : Sep 12, 2025, 07:11 PM ISTUpdated : Sep 12, 2025, 07:24 PM IST
Pakistan Cricket

সংক্ষিপ্ত

Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেট দলে যে সবকিছু ঠিকঠাক নেই, তা সবারই জানা। এবার পাকিস্তান ক্রিকেট দলের সংস্কৃতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন পেসার উমর গুল (Umar Gul)। তিনি ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রশংসা করেছেন।

DID YOU KNOW ?
আইপিএল-এ উমর গুল
২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন পাকিস্তানের পেসার উমর গুল।

Asia Cup 2025: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হয়ে যাঁরা খেলেন, তাঁদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হলেও, পাকিস্তান ক্রিকেট দলে (Pakistan Cricket Team) সেই সংস্কৃতি নেই। এশিয়া কাপ চলাকালীন এমনই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুল (Umar Gul)। তিনি ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কথা উল্লেখ করেছেন। গুল আরও জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলোনার কোনও ব্যবস্থা নেই। এর ফলে খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ পড়ে। ভারত ও পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতির পার্থক্য সম্পর্কে গুল বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের সিস্টেমে, আমাদের সংস্কৃতিতে সমস্যা হল, আমরা যখন খেলতাম তখনও যে কোনও সিনিয়র খেলোয়াড় সংশয়ে থাকত। কোনও ক্রিকেটার যদি ৭০-৮০ শতাংশ ফিট থাকত, তাহলেও সে বলত, আমি খেলতে চাই। এর কারণ হল, সংশ্লিষ্ট খেলোয়াড়ের পরিবর্তে অন্য কেউ খেলার সুযোগ পেয়ে যদি ভালো পারফরম্যান্স দেখায়, তাহলে সে খেলে যাবে। আমাদের সংস্কৃতিতে খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দেওয়ার ব্যবস্থা নেই।’

বিসিসিআই-এর প্রশংসায় গুল

ভারতীয় ক্রিকেটের সংস্কৃতির প্রশংসা করে গুল বলেছেন, ‘খেলোয়াড়দের যেমন দায়িত্ব থাকে, তেমনই ম্যানেজমেন্টেরও দায়িত্ব আছে। কোনও খেলোয়াড় চোট পেলে এবং তারপর রিহ্যাবের দরকার হলে ট্রেনার, মেডিক্যাল স্টাফদেরও দায়িত্ব থাকে। আমাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটার চোট পাওয়ার পর ঠিকমতো রিহ্যাব করেনি। ফলে সংশ্লিষ্ট বোলারের বোলিংয়ের গতি কমে গিয়েছে বা বোলিংয়ের গতি একেবারে শেষ হয়ে গিয়েছে। ভারতে একটা সিস্টেম আছে। বুমরাকে বিশ্রাম দেওয়া হয়। আমরা বলি, ও শুধু বিশ্বকাপ, আইসিসি ইভেন্টে খেলে। কিন্তু আসল বিষয় হল, ভারতীয় ক্রিকেট দলের সেরা বোলারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ও চোট সারিয়ে দলে ফিরলে খেলার সুযোগ পায়।’

একাধিকবার চোট পেয়েছেন গুল

পাকিস্তানের জাতীয় দলের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওডিআই এবং ৬০টি টি-২০ ম্যাচ খেলেছেন গুল। তিনি একাধিকবার চোট পেয়েছেন। না হলে আরও কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারতেন এই পেসার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩৭
পাকিস্তানের হয়ে ২৩৭টি ম্যাচ খেলেছেন উমর গুল।
পাকিস্তানের জাতীয় দলের হয়ে ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই খেলেছেন পেসার উমর গুল।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা