
Asia Cup 2025: এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল ভারতীয় দল। অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক ভার্মা (Tilak Varma) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ভারতীয় দল ৫ উইকেটে ২০২ রান করল। রবিবার ফাইনালে পাকিস্তানের (India vs Pakistan) মুখোমুখি হওয়ার আগে ব্যাটিং অনুশীলন সেরে নিলেন ভারতের ব্যাটাররা। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও সহ-অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) বড় রান না পাওয়া ভারতের টিম ম্যানেজমেন্টকে কিছুটা চিন্তায় রাখতে পারে। দলের বাকি ব্যাটাররা ফর্মে। ফলে দল নিয়ে তেমন কোনও চিন্তার কারণ নেই।
এদিন ৩১ বলে ৬১ রান করেন অভিষেক। তিনি ৮টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। তিলক ৩৪ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। সঞ্জু ২৩ বলে ৩৯ রান করেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। শুবমান ৩ বল খেলে ৪ রান করে আউট হয়ে যান। সূর্যকুমার ১৩ বল খেলে ১২ রান করেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ৩ বল খেলে ২ রান করেন। অল্পের জন্য অর্ধশতরান করতে পারলেন না তিলক। অভিষেক এবারের এশিয়া কাপে সব ম্যাচেই ভালো শুরু করছেন। কিন্তু তিনি শতরান করতে পারছেন না। ইনিংসের শেষ ওভার পর্যন্ত ক্রিজে টিকে থাকলে শতরান করতে পারেন এই তরুণ ব্যাটার। তাঁকে এ বিষয়ে নজর দিতে হবে।
গতবারের এশিয়া কাপের রানার্স দল শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপের শুরুটা দারুণভাবে করেছিল। গ্রুপ বি-তে সব ম্যাচেই জয় পায় শ্রীলঙ্কা। কিন্তু তারপর সুপার ফোরে বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তানের (Pakistan) কাছে হেরে যাওয়ায় শ্রীলঙ্কার ফাইনালে পৌঁছনোর আশা শেষ হয়ে যায়। ফলে ভালো শুরু করেও এশিয়া কাপ থেকে হতাশাজনকভাবে বিদায় নিতে হল শ্রীলঙ্কাকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।