এশিয়া কাপ ২০২৫: শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বুমরাকে বিশ্রাম, খেলছেন আর্শদীপ

Published : Sep 26, 2025, 07:53 PM ISTUpdated : Sep 26, 2025, 08:05 PM IST
Arshdeep Singh

সংক্ষিপ্ত

India vs Sri Lanka: শুক্রবার চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) সুপার ফোর পর্যায়ের শেষ ম্যাচ। এই ম্যাচে ভারতের মুখোমুখি ইতিমধ্যেই এই টুর্নামেন্টে ফাইনালে পৌঁছনোর দৌড় থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কা। এই ম্যাচ নেহাতই নিয়মরক্ষার।

DID YOU KNOW ?
এশিয়া কাপে সফলতম ভারত
১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। এই টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল ভারত ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে।

Asia Cup 2025: এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) নিয়মরক্ষার ম্যাচে প্রত্যাশিতভাবেই ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হল। তাঁর পরিবর্তে খেলার সুযোগ পেলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। শিবম দুবেকেও (Shivam Dube) বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে খেলছেন হর্ষিত রানা (Harshit Rana)। শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা (Charith Asalanka) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করছে। বড় স্কোরই ভারতের ব্যাটারদের লক্ষ্য। তাঁরা ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত খুব বড় স্কোর করতে পারেননি ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বড় স্কোরই তাঁর লক্ষ্য। অপর ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ধারাবাহিকতা বজায় রেখে ঝোড়ো ব্যাটিং করে যেতে চান।

২ দলের হয়ে কারা খেলছেন?

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) (অধিনায়ক), তিলক ভার্মা (Tilak Varma), সঞ্জু স্যামসন (Sanju Samson) (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল (Axar Patel), হর্ষিত রানা, কুলদীপ যাদব (Kuldeep Yadav), আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। শ্রীলঙ্কার হয়ে খেলছেন- পথুম নিশাঙ্ক (Pathum Nissanka), কুশল মেন্ডিস (Kusal Mendis) (উইকেটকিপার), কুশল পেরেরা (Kusal Perera), চরিত আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে (Janith Liyanage), কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis), দাসুন শনাকা (Dasun Shanaka), ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga), দুষ্মন্ত্য চামিরা (Dushmantha Chameera), মাহিশ থিকসানা (Maheesh Theekshana) ও নুয়ান থুসারা (Nuwan Thushara)।

ব্যাটিং অর্ডারে বদল হবে?

এবারের এশিয়া কাপে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে বারবার বদল দেখা গিয়েছে। ফাইনালের আগে নিয়মরক্ষার ম্যাচে ফের ব্যাটিং অর্ডারে বদল হতে পারে। ফাইনালের আগে দলের সবাইকে দেখে নেওয়ার এটাই শেষ সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৬ বার এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা এবার ফাইনালে পৌঁছতে পারল না।
এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা ৬ বার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?