
India vs United Arab Emirates: এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এই ম্যাচে ভারতের প্রথম একাদশে কোনও চমক নেই। প্রথমসারির ক্রিকেটাররাই এই ম্যাচে খেলছেন। রবিবার এই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs Pakistan)। সেই ম্যাচের আগে বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) এই ম্যাচে মহড়া সেরে নিতে চাইছেন সূর্যকুমাররা। সংযুক্ত আরব আমিরশাহি নেহাতই দুর্বল প্রতিপক্ষ। তবে এই ম্যাচকে হাল্কাভাবে নিচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা। তাঁরা ভালো পারফরম্যান্স দেখিয়ে এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন।
ইংল্যান্ড সফরের শেষদিকে চোট পেয়ে দেশে ফিরে এলেও, ফিট হয়ে উঠে এশিয়া কাপে খেলছেন ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি বুধবারের ম্যাচে প্রথম একাদশে আছেন। সূর্যকুমার ও বুমরা ছাড়া এই ম্যাচে ভারতীয় দলে আছেন ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma), সহ-অধিনায়ক শুবমান গিল (Shubman Gill), তিলক ভার্মা (Tilak Varma), উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson), শিবম দুবে (Shivam Dube), হার্দিক অলরাউন্ডার (Hardik Pandya), অক্ষর প্যাটেল (Axar Patel), কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)।
সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটাররা ভালোভাবেই জানেন, তাঁরা ধারে-ভারে ভারতীয় ক্রিকেটারদের চেয়ে অনেক পিছিয়ে। ভারতের তারকা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়াই তাঁদের কাছে বড় ব্যাপার। এই ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির হয়ে খেলছেন অধিনায়ক মহম্মদ ওয়াসিম, আলিশান শরাফু, মহম্মদ জোহাইব, রাহুল চোপড়া, আসিফ খান, হর্ষিত কৌশিক, হায়দার আলি, ধ্রুব পরাশর, মহম্মদ রোহিদ খান, জুনেইদ সিদ্দিকি ও সিমরনজিৎ সিং। ভারতীয় দলকে লড়াইয়ে ফেলে দিতে পারলেই সেটাকে সাফল্য বলে মনে করবেন সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটাররা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।