
Hundred League 2025: ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের একটা ঐতিহ্য রয়েছে। এবার সেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কি এবার আইপিএল-এর ছোঁয়া? বিষয়টা অনেকটা সেইরকমই (the hundred cricket schedule)।
বলা চলে, একদিকে রয়েছে কোটি টাকার মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল। আর ঠিক অন্যদিকেম সেই ঐতিহ্যমণ্ডিত ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট। তবে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, আইপিএল-এর মাধ্যমেই কি বাঁচাতে হচ্ছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটকে। সেই তালিকায় রয়েছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগ (the hundred cricket league owners)।
একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ১৮টি দলের মধ্যে কাউন্টি ক্রিকেটের অন্যতম বড় তিনটি দল হল সারে, ল্যাঙ্কশায়ার এবং ওয়ারউইকশায়ার। কিন্তু সেই দলগুলির সঙ্গে বাকি দলগুলির আর্থিক দিক থেকে বিরাট পরিমাণে ফারাক রয়েছে। দেখা যাচ্ছে, এই বড় তিনটি দলের মালিকানা হল প্রতিযোগিতার মোট আয়ের ৪৪%। অন্যদিকে, বাকি দলগুলিকে সাহায্য করে থাকে ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ড।
যেখানে এবার চারটি দলের মালিকানা থাকছে আইপিএল-এর চারটি জায়ান্ট দলের হাতে। ওভাল ইনভিন্সিবলের ৪৯% মালিকানা এবার থাকছে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে। ওদিকে নর্দার্ন সুপার চার্জার্সের ১০০% মালিকানা আবার রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের দখলে, সাউদার্ন ব্রেভের ৪৯% মালিকানা রয়েছে দিল্লী ক্যাপিটালসের কাছে এবং ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৭০% মালিকানা থাকছে লখনউ সুপার জায়ান্টসের হাতে।
জানা যাচ্ছে, আটটি দলের মালিকানার স্বত্ব বিক্রি করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রায় ৫২০ মিলিয়ন পাউন্ডস আয় করেছে। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০০ কোটি টাকা ঘরে তুলছে। যে টাকার একটা বড় অংশ ব্যবহার করা হবে কাউন্টি ক্রিকেটের উন্নতি সাধনে। এদিকে কাউন্টি ক্রিকেটের উন্নয়নের স্বার্থে একটি রিপোর্টে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেছেন, “হান্ড্রেডের অর্থ দিয়ে কাউন্টির ১৮টি দলের উন্নতি করা যাবে।” পরে পিটিআইকে তিনি জানান, “আশা করি যে, হান্ড্রেডের বিনিয়োগ কাউন্টি ক্রিকেটকে সাহায্য করতে পারবে। যাতে এখান থেকে আরও ভালো প্লেয়ার উঠে আসে এবং তারা আইপিএলে খেলে। আইপিএল আরও সাফল্য পাবে, সেটা একপ্রকার নিশ্চিত। তাই সেখান থেকে আমাদের সাহায্য প্রয়োজন।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।