Ruturaj Gaikwad: কাউন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ভারতীয় তারকা রুতুরাজ গায়কোয়াড়, কিন্তু কেন?

Published : Jul 19, 2025, 04:57 PM IST
Ruturaj Gaikwad: কাউন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ভারতীয় তারকা রুতুরাজ গায়কোয়াড়, কিন্তু কেন?

সংক্ষিপ্ত

Ruturaj Gaikwad: ব্যক্তিগত কারণের জন্য সরে দাঁড়ালেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ইয়র্কশায়ারের হয়ে খেলার কথা ছিল।

Ruturaj Gaikwad: ইয়র্কশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার কথা ছিল তাঁর। কিন্তু সরে দাঁড়িয়েছেন ভারতের তরুণ তারকা রুতুরাজ গায়কোয়াড়। জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণের জন্য সরে দাঁড়ালেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ইয়র্কশায়ারের হয়ে খেলার কথা ছিল।

চলতি মাসের ২২ তারিখ, সারের বিরুদ্ধে তাঁর মাঠে নেমে অভিষেক হওয়ার কথা ছিল

ব্যক্তিগত কারণের জন্যই রুতুরাজ কাউন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বলে ইয়র্কশায়ারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে। চলতি মাসের ২২ তারিখ, সারের বিরুদ্ধে ম্যাচে ইয়র্কশায়ারের হয়ে অভিষেক হওয়ার কথা ছিল রুতুরাজ গায়কোয়াড়ের।

প্রসঙ্গত, গত আইপিএলে ৮ এপ্রিল চোট পেয়ে ফিরে যাওয়ার পর, রুতুরাজ আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামেননি। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে টেস্টে সিরিজের জন্য ভারত-এ দলে তাকে নির্বাচিত করা হলেও, রুতুরাজ প্রথম একাদশে সুযোগ পাননি। উল্লখ্য, আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কও ছিলেন রুতুরাজ। তবে চোটের জেরে, তিনি সরে দাঁড়ানোর পর, মহেন্দ্র সিং ধোনি পরবর্তী সময়ে চেন্নাই সুপার কিংস দলকে নেতৃত্ব দেন।

রুতুরাজের পরিবর্তে চেন্নাই দলে সুযোগ পাওয়া তরুণ তুর্কি আয়ুষ মাত্রে দুর্দান্ত পারফর্ম করেন 

তবে রুতুরাজের অপ্রত্যাশিতভাবে সরে দাঁড়ানোর ঘটনা যথেষ্ট হতাশাজনক এবং শেষ মুহূর্তে কাকে বিকল্প হিসেবে নেওয়া হবে তা নিয়েও বেশ অনিশ্চয়তা রয়েছে বলে ইয়র্কশায়ার কাউন্টি দলের কোচ অ্যান্টনি ম্যাকগ্রা জানিয়েছেন। আসলে চলতি বছরের জুন মাসে, রুতুরাজ কাউন্টি ক্রিকেটে খেলার জন্য ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

তিনি মোট ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে রুতুরাজ ৪১.৭৭ গড়ে ২৬৩২ রান করেছেন। গত বছর, অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারত-এ দলের হয়ে খেলে রুতুরাজ চারটি ইনিংসে মাত্র ২০ রান করেছিলেন। তবে গত ঘরোয়া মরশুমে ১২টি ইনিংসে ৫৭১ রান করে বেশ ভালো পারফর্ম করেন তিনি।

ব্যক্তিগত কারণের জন্যই রুতুরাজ কাউন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বলে ইয়র্কশায়ারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে। চলতি মাসের ২২ তারিখ, সারের বিরুদ্ধে ম্যাচে ইয়র্কশায়ারের হয়ে অভিষেক হওয়ার কথা ছিল রুতুরাজ গায়কোয়াড়ের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম