
BCCI Centre of Excellence: ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) চোট পাওয়ার পর জাতীয় দলে ফেরার আগে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) যে ফিটনেস টেস্ট দিতে হবে, তা প্রত্যাশিত ছিল। তবে একইসঙ্গে যে টেস্ট দলের অধিনায়ক এবং টি-২০ ফর্ম্যাটে সহ-অধিনায়ক শুবমান গিলকেও (Shubman Gill) ফিটনেস টেস্ট দিতে হবে, তা ভাবা যায়নি। কিন্তু বিসিসিআই-এর নির্দেশে বুমরার পাশাপাশি শুবমানও ফিটনেস টেস্ট দিতে পৌঁছে গেলেন। বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) ফিটনেস টেস্টের ব্যবস্থা করা হয়েছে। কয়েকদিন আগে শুবমানের জ্বর হয়েছিল। এই কারণে দলীপ ট্রফিতে (Duleep Trophy) উত্তরাঞ্চলের (North Zone) অধিনায়ক নির্বাচিত হওয়া সত্ত্বেও পূর্বাঞ্চলের (East Zone) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি শুবমান। এরপরেই তাঁর ফিটনেস টেস্টের ব্যবস্থা করা হল।
৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। তার আগে ৪ সেপ্টেম্বর দুবাইয়ে (Dubai) পৌঁছে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates)। এই ম্যাচ সহজ হলেও, ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ (India vs Pakistan) কঠিন হতে পারে। সেই ম্যাচের কথা মাথায় রেখেই প্রস্তুতিতে খামতি রাখছে না ভারতীয় দল।
জ্বর হওয়ার পর চণ্ডীগড়ে (Chandigarh) নিজের বাড়িতেই ছিলেন শুবমান। তবে বিসিসিআই-এর নির্দেশে ফিটনেস টেস্ট দেওয়ার জন্য তিনি বেঙ্গালুরুতে উড়ে দিয়েছেন। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর বেঙ্গালুরু থেকেই দুবাইয়ে উড়ে যেতে পারেন ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক। কারণ, এবার ভারতীয় ক্রিকেটাররা একসঙ্গে দুবাইয়ে যাবেন না। যে যার নিজের শহর থেকে দুবাইয়ের উড়ান ধরবেন। অতীতে দুবাই যেতে হলে ভারতের সব ক্রিকেটার ও কোচ, সাপোর্ট স্টাফরা মুম্বই থেকে একসঙ্গে উড়ান ধরতেন। এবার সেরকম ব্যবস্থা করা হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।