
Asia Cup 2025 Trophy: এক জনপ্রিয় বাংলা ছবির সংলাপ ধার করে বলা যায়, 'এ তো আজব কালেকশন!' হ্যাঁ, পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) সম্পর্কে এ কথা বলাই যায়। ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে যে নাটক চলছে, তা অবলম্বন করে চিৎপুরে কোনও নতুন যাত্রাপালা লেখা যেতেই পারে। সোশ্যাল মিডিয়ায় এখন 'ট্রফি চোর' হিসেবে চিহ্নিত করা হচ্ছে নকভিকে। তিনি এশিয়া কাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য বিসিসিআই-এর (BCCI) কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু তারপরেও ভারতীয় দলকে সম্মান জানিয়ে ট্রফি দিতে নারাজ নকভি। তাঁর দাবি, ট্রফি নিতে হলে ভারতীয় দলের অধিনায়ককে দুবাইয়ে (Dubai) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতরে যেতে হবে। অতীতে কোনও ক্রীড়া প্রতিযোগিতায় ট্রফি দেওয়া নিয়ে এই ধরনের নাটক দেখা যায়নি। এবারের এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তান (India vs Pakistan) তিনবার হেরে যাওয়ায় নকভির গায়ে জ্বালা ধরেছে। তিনি ট্রফি নিজের কাছে রেখে দিয়ে সেই রাগ মেটাচ্ছেন।
মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে ট্রফি না দেওয়া নিয়ে নকভিকে তীব্র আক্রমণ করেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)। তিনি মনে করিয়ে দেন, এশিয়া কাপ ট্রফি নকভি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ব্যক্তিগত সম্পত্তি নয়। ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে ট্রফি তুলে দিতেই হবে। কিন্তু তারপরেও ট্রফি দিতে চাইছেন না নকভি। ফলে বিসিসিআই-এর সঙ্গে পিসিবি-র সম্পর্কের অবনতি হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গেও বিসিসিআই-এর টানাপোড়েন চলছে।
রবিবার রাতে এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পর পাকিস্তানের ক্রিকেটারদের পদক দেওয়া হয়। পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগার (Salman Ali Agha) হাতে রানার্স দলের চেকও দেওয়া হয়। যদিও তিনি সেই চেক মাটিতে ছুড়ে ফেলে দেন। সে বিষয়ে কোনও মন্তব্য করেননি নকভি। তিনি নিজেদের দলের অধিনায়কের এই অভদ্রতাকে প্রশ্রয় দেন। কিন্তু ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নিতে না চাওয়ায় মাঠ থেকে ট্রফি ও বিজয়ী দলের পদক সরিয়ে নেওয়ার নির্দেশ দেন নকভি। তিনি পরে ট্রফি নিয়ে চলে যান। ভারতীয় দলকে আদৌ ট্রফি দেওয়া হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।