এশিয়া কাপ ২০২৫: 'ট্রফি আপনার সম্পত্তি নয়,' মহসিন নকভিকে তোপ বিসিসিআই-এর

Published : Sep 30, 2025, 08:57 PM IST
Suryakumar Yadav-Mohsin Naqvi

সংক্ষিপ্ত

Asia Cup Trophy: রবিবার পাকিস্তানকে (India vs Pakistan) হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। ট্রফি নিয়ে চলে যান নকভি। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
এশিয়া কাপে সফলতম ভারত
এশিয়া কাপের ইতিহাসে সফলতম দল ভারত। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে দ্বিতীয় সফলতম দল।

Asia Cup 2025: এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান মহসিন নকভিকে (Mohsin Naqvi) তীব্র আক্রমণ করলেন বিসিসিআই (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)। মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল। এই বৈঠকে বিসিসিআই-এর পক্ষ থেকে যোগ দেন শুক্লা। তিনি নকভিকে তোপ দেগে বলেন, ‘ট্রফি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। ভারতীয় দলকে উপযুক্ত পদ্ধতি মেনে ট্রফি দেওয়া উচিত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’ রবিবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল জানিয়ে দেয়, নকভির হাত থেকে ট্রফি নেবে না। মঞ্চে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ট্রফি নিয়েই স্টেডিয়াম ছেড়ে চলে যান নকভি। তাঁর আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় দল ট্রফি না পাওয়ায় ক্ষুব্ধ বিসিসিআই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।

আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করছে বিসিসিআই

মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে নকভিকে চেপে ধরেন শুক্লা। তিনি এখনও পর্যন্ত ভারতীয় দলকে ট্রফি দেননি। এতে চরম ক্ষুব্ধ বিসিসিআই। শুক্লা দাবি করেন, অবিলম্বে ভারতীয় দলকে ট্রফি দিতে হবে। কিন্তু নকভি দাবি করেন, এই বৈঠকে সে বিষয়ে আলোচনা করা যাবে না। অন্য কোনও সময় এই আলোচনা করা যাবে। কিন্তু সে কথা মানতে রাজি হয়নি বিসিসিআই। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে অভিনন্দনও জানাতে চাননি নকভি। শেষপর্যন্ত বিসিসিআই-এর প্রতিনিধি আশিস শেলারের (Ashish Shelar) চাপে ভারতীয় দলকে অভিনন্দন জানাতে বাধ্য হন নকভি। তিনি ভারতীয় দলকে ট্রফি দিতে না চাওয়ায় আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করছে বিসিসিআই।

কবে এশিয়া কাপ ট্রফি পাবে ভারতীয় দল?

এশিয়া কাপে সফলতম দল ভারত এবার নবম খেতাব জিতেছে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর ৪৮ ঘণ্টা পরেও ট্রফি পায়নি ভারতীয় দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল কবে ভারতীয় দলকে ট্রফি দেবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এখনও পর্যন্ত ৯ বার এশিয়া কাপ জিতেছে ভারতীয় দল।
রবিবার পাকিস্তানকে হারিয়ে নবমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম