এশিয়া কাপ ২০২৫: 'সাপের ছুঁচো গেলা,' বিসিসিআই-এর বদলে এমিরেটস ক্রিকেট বোর্ডকে ট্রফি নকভির

Published : Oct 01, 2025, 04:48 PM ISTUpdated : Oct 01, 2025, 04:54 PM IST
Asia cup trophy

সংক্ষিপ্ত

Asia Cup 2025 Trophy: দীর্ঘ টালবাহানার পর অবশেষে এশিয়া কাপ ট্রফি পেতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। অনিচ্ছাসত্ত্বেও ট্রফির অধিকার ছেড়ে দিতে বাধ্য হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)।

DID YOU KNOW ?
কবে ট্রফি পাবে ভারত?
এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও এখনও পর্যন্ত ট্রফি পায়নি ভারতীয় দল। তবে ট্রফি পাওয়া নিয়ে জটিলতা দূর হয়ে যেতে চলেছে।

Asia Cup 2025: কথিত আছে, মা মনসার পুজো করতে বাধ্য হলেও, বাঁ হাতে পুজো করেন চাঁদ সদাগর। ঠিক তাঁর মতোই অনিচ্ছাসত্ত্বেও এশিয়া কাপ ট্রফি (Asia Cup 2025 trophy) নিজের কাছে রাখার বদলে ছেড়ে দিতে বাধ্য হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)। তবে তিনি সরাসরি বিসিসিআই-এর (BCCI) হাতে ট্রফি তুলে দেননি। দুবাই (Dubai) ছেড়ে লাহোরে (Lahore) যাওয়ার আগে এমিরেটস ক্রিকেট বোর্ডের (Emirates Cricket Board) হাতে এশিয়া কাপ ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের প্রাপ্য পদক তুলে দিয়েছেন। এবার এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআই-কে ট্রফি ও পদক দেওয়া হবে। চাপের মুখেই ট্রফি ছেড়ে দিতে বাধ্য হলেন নকভি।

কীভাবে ট্রফি পাবে বিসিসিআই?

মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে নকভি দাবি করেছিলেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতরে যেতে হবে। কিন্তু সেই দাবি মানতে রাজি হয়নি বিসিসিআই। এরপর ভারতীয় দল আদৌ ট্রফি পাবে কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে বুধবার জানা গেল, এখন এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে আছে ট্রফি ও পদক। দুবাই থেকে মুম্বইয়ে (Mumbai) বিসিসিআই-এর সদর দফতরে ট্রফি পাঠিয়ে দেওয়া হবে না দুবাইয়ে বিসিসিআই-এর কোনও প্রতিনিধি সরাসরি ট্রফি ও পদক নেবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বিসিসিআই-এর কাছে মাথা নোয়াতে হল নকভিকে

এবারের এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। ফাইনালে জয় পাওয়ার পর নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল। এরপর ট্রফি ও পদক নিয়ে পালিয়ে যান পিসিবি চেয়ারম্যান। কিন্তু তিনি শেষপর্যন্ত বিসিসিআই-এর চাপের মুখে নতিস্বীকার করতে বাধ্য হলেন। নকভির হাত থেকে ট্রফি নিল না ভারতীয় দল। অন্য কারও কাছ থেকেই ট্রফি আসছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এশিয়া কাপে সফলতম দল ভারত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে।
এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এখনও পর্যন্ত ৯ বার খেতাব জিতেছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম