এশিয়া কাপ ২০২৫: 'ভালো খেলতে পারছে না, খেলায় মন দিক,' পাকিস্তানকে কটাক্ষ কপিলের

Published : Sep 18, 2025, 04:10 PM IST
India vs Pakistan Asia Cup 2025

সংক্ষিপ্ত

India vs Pakistan: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) সুপার ফোরে পৌঁছে গেলেও, ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না পাকিস্তান। খেলার চেয়ে মাঠের বাইরে নাটকের উপরেই বেশি জোর দিচ্ছে পাকিস্তান। সে বিষয়েই তাদের কটাক্ষ করলেন কপিল দেব (Kapil Dev)।

DID YOU KNOW ?
দায়িত্বে বহাল পাইক্রফট
পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দিতে হবে। কিন্তু সেই দাবি মানেনি আইসিসি। ফলে মুখ পুড়েছে পাকিস্তানের।

Asia Cup 2025: চলতি এশিয়া কাপে করমর্দন নিয়ে বেশি না ভেবে পাকিস্তানের ক্রিকেটারদের খেলায় মন দেওয়ার পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি কপিল দেব (Kapil Dev)। ১৯৮৩ সালে ওডিআই বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক বলেছেন, ‘করমর্দন নিয়ে বিতর্ক ছোট বিষয়। সবার ক্রিকেট খেলায় মন দেওয়া উচিত। কেউ যদি করমর্দন করতে না চায়, তাহলে দুই দলের এ বিষয়ে বিতর্ক তৈরি করার কোনও দরকার নেই। ভুল বিবৃতি দেওয়া উচিত নয়। কিন্তু কয়েকজন ক্রিকেটার এমন বিবৃতি দিয়েছে যা বিতর্কিত হয়ে গিয়েছে। পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে না। ওদের সেদিকে মন দেওয়া উচিত। কেউ করমর্দন বা আলিঙ্গন করবে কি না, সেটা তার ব্যক্তিগত বিষয়।’ ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan) ম্যাচের পর থেকেই নাটক করে চলেছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা অশালীন ভাষায় ভারতকে আক্রমণ করে চলেছেন। এই পরিস্থিতিতে এবার পাকিস্তানকে পাল্টা কটাক্ষ করলেন কপিল।

লজ্জা নেই পাকিস্তানের

ভারতীয় ক্রিকেটাররা করমর্দন না করায় ভারতকে আক্রমণ করার পাশাপাশি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেও (Andy Pycroft) আক্রমণ করে পাকিস্তান। পিসিবি দাবি করে, পাইক্রফটকে সরিয়ে দিতে হবে। কিন্তু সেই দাবি মানতে রাজি হয়নি আইসিসি (ICC)। এরপর বুধবার সংযুক্ত আরব আমিরশাহির (Pakistan vs United Arab Emirates) বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে বলে জানায় পিসিবি। নির্দিষ্ট সময়ে হোটেল ছেড়ে বেরোননি পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু এরপর পিসিবি জানায়, তারা দল নামাবে। পাইক্রফটই ম্যাচ রেফারি হিসেবে ছিলেন। তাঁর সঙ্গেই লেজ গুটিয়ে টস করতে নেমে পড়েন পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha)।

ফের ভারত-পাক লড়াই

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে কোনওমতে জয় পেয়ে সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। ফলে ফের ভারত-পাকিস্তান ম্যাচ হবে। সেই ম্যাচেও করমর্দন নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে পৌঁছে গিয়েছে পাকিস্তান
চলতি এশিয়া কাপে গ্রুপের পর সুপার ফোর পর্যায়েও ভারত-পাকিস্তানের লড়াই হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?